বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ নভেম্বর ২০২৪ ২০ : ৪২Sampurna Chakraborty
ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব - ৫ (আদর্শ-পেনাল্টি, রাহুল, রাকেশ, শ্রীমন্ত, রাহুল)
উত্তরপল্লি মিলন সংঘ - ২ (আকাশ, গৌরভ)
আজকাল ওয়েবডেস্ক: ব্যারাকপুরের বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে ম্যাচের বয়স তখন প্রায় ৩০ ছুঁইছুঁই। ভিআইপি বক্সে বসে আফশোস করছিলেন হোসে রামিরেজ ব্যারেটো। নিশপিশ করছিল পা। নিজেকে আর চেপে রাখতে পারলেন না। বলেই ফেললেন, 'এখনও আমি এই গোলটা করে দিতে পারতাম।' দ্বিতীয়ার্ধে অবশ্য সবুজ তোতার হতাশা কাটে। বদলে যায় উচ্ছ্বাসে। পরপর গোল দেখে বারবার হাততালি দিয়ে ওঠেন ব্যারেটো। সোমবার ব্যারাকপুর স্টেডিয়ামে ফাইভ স্টার পারফরম্যান্স ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। প্রথম ডিভিশন কলকাতা লিগের সুপার সিক্স পর্বের দ্বিতীয় ম্যাচে উত্তরপল্লি মিলন সংঘকে ৫-২ গোলে উড়িয়ে দিল ইউকেএসসি। গোলদাতা আদর্শ তামাং, রাহুল চন্দ, রাকেশ ধারা, শ্রীমন্ত কিস্কু এবং রাহুল ভিপি। সুপার সিক্সে জোড়া জয়ে লিগ টেবিলের শীর্ষে ইউকেএসসি। ১৪ ম্যাচে তাঁদের পয়েন্ট ২৯। সমসংখ্যক ম্যাচ খেলে শ্রীভূমির পয়েন্ট সমান হলেও গোল পার্থক্য এগিয়ে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব।
প্রথমার্ধ গোলশূন্য। পাঁচটি গোলই দ্বিতীয়ার্ধে। দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ। তবে খেলার গতি প্রকৃতি অনুযায়ী এদিন অন্তত আট গোলে জেতা উচিত ছিল ইউকেএসসির। একপেশে প্রথমার্ধে তিনটে সিটার নষ্ট। আগাগোড়াই আধিপত্য ছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। প্রথমার্ধে অন্তত ২-০ গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সেই একই রোগ। একাধিক সুযোগ নষ্ট। যার ফলে বিরতিতে স্কোরলাইন গোলশূন্য। দুই উইং ধরে আক্রমণে উঠছিল ইউকেএসসি। বক্সে একাধিক ক্রস, সেন্টার ভেসে এলেও কাজে লাগাতে পারেনি দীপক মণ্ডলের দলের স্ট্রাইকিক ফোর্স। দ্বিতীয়ার্ধে দু'মিনিটের মধ্যে ম্যাচের মোড় ঘুরে যায়। ৬৫ মিনিটে পেনাল্টি পায় ইউনাইটেড। ৬৬ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন আদর্শ তামাং। খুলে যায় লকগেট। বাকি সময়টায় দাপুটে ফুটবল ইউকেএসসির। গোটা ম্যাচে দুই থেকে তিনটে গোলের সুযোগ পেয়েছিল উত্তরপল্লি মিলন সংঘ। কিন্তু অনবদ্য ইউকেএসসির ডিফেন্ডার সমীর প্রধান।
প্রথম গোলটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। তার দু'মিনিটের মাথায় দ্বিতীয় গোল। ব্যবধান বাড়ান রাহুল চন্দ। ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ইউকেএসসি। কিন্তু গোলকিপার জাফরের ভুলে ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান কমায় উত্তরপল্লি মিলন সংঘ। গোল করেন আকাশ দাস। মুহূর্তের মনসংযোগের অভাবে দ্বিতীয় গোল হজম। বাকি সময়টা পুরোপুরি ইউকেএসসির।
তাণ্ডব চালান রাহুল, আদর্শরা। ম্যাচের ৭৬ মিনিটে তিন পয়েন্ট নিশ্চিত করেন রাকেশ ধারা। শেষ কোয়ার্টারে জোড়া গোল। অনেকটা একই ধরনে। বিপক্ষের রক্ষণকে মাটি ধরিয়ে গোলকিপারকে কাটিয়ে গোলে ঠেলেন শ্রীমন্ত কিস্কু। বিপক্ষের কফিনে শেষ পেরেক পোঁতেন রাহুল কেপি। গ্রুপ পর্বেও উত্তরপল্লিকে ৬-২ গোলে হারিয়েছিল ইউকেএসসি। এদিনও প্রায় তারই পুনরাবৃত্তি। যে দাপুটে ফুটবল খেলছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, নিঃসন্দেহে প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র সংগ্রহ করা উচিত। তবে গোল ব্যবধান আরও বাড়াতে না পারার আফশোস দীপক মণ্ডলের গলায়। তিনি বলেন, 'আমরা প্রথমার্ধে তিনটে সিটার মিস না করলে আরও বেশি গোলে জিততে পারতাম। তবে এটা খেলার অঙ্গ। প্রথম গোলের পর ছেলেদের মনোবল বাড়ে। এটাই টার্নিং পয়েন্ট।' সুপার সিক্সে আরও তিনটে ম্যাচ বাকি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের।
#United Kolkata Sports Club#Kolkata Football League#Kolkata Football
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ধোনির দলের ৩০ লক্ষের স্পিনারের টি-২০ তে হ্যাটট্রিকের রেকর্ড...
ঠিক যেন ধোনি! অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কিপার হরবংশ ফেরালেন মাহির স্মৃতি ...
কেমন হবে অ্যাডিলেডের দিন-রাতের টেস্টের পিচ? কী বললেন কিউরেটর? ...
ছোটদের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, পঞ্চমবার খেতাব জিতে রেকর্ড ...
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম গেমও ড্র, বিশ্বজয়ীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন গুকেশ ...
দীর্ঘদিন পর এক মঞ্চে শচীন-কাম্বলি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও...
নেটে ডবল শিফটে প্রস্তুতি রোহিতের, কত নম্বরে নামবেন? ...
১১ দিনে ৬ ম্যাচ! মুস্তাক আলিতে দারুণ বোলিং সত্ত্বেও অস্ট্রেলিয়া সফর ঘিরে ধোঁয়াশা ...
বড় সেটব্যাক তারকা পুত্রের, মুস্তাক আলিতে দল থেকে বাদ পড়লেন...
অ্যাডিলেডে কিংবদন্তির রেকর্ড ভাঙার হাতছানি যশস্বীর সামনে...
হারের সরণিতে সাদা–কালো ব্রিগেড
অ্যাডিলেড টেস্টের আগে ভারতীয় দলে যোগ দিতে পারবেন তো গম্ভীর? এল বড় আপডেট...
পোকায় কাটা স্যর ডনের ব্যাগি গ্রিন নিলামে, এর সঙ্গে রয়েছে ভারতীয় যোগ ...
অ্যানফিল্ডে দর্শকদের ছ'আঙুল দেখালেন পেপ, ম্যাঞ্চেস্টার সিটি কোচের ছবি ভাইরাল ...
উত্তাল বাংলাদেশ, শিকড়ের কথা স্মরণ করিয়ে উদ্বেগ প্রকাশ ইস্টবেঙ্গলের ...