আজকাল ওয়েবডেস্ক: আগামী দু’ মাসে দেশে কয়েক লক্ষ বিয়ে। আর বিয়ে মানেই বিপুল খরচ। সেই বিপুল খরচ, লেনদেন বড় প্রভাব ফেলবে ব্যবসায়। শুধু প্রভাব নয়, বড়সড় প্রভাব পড়বে অর্থনীতিতে। কী বলছে সমীক্ষা?
আগামী দু’ মাসে ভারতে অন্তত ৪৮ লক্ষ বিয়ের সম্ভাবনা। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স মনে করছে এই বিশাল সংখ্যক বিয়ের কারণে মূলত সমৃদ্ধ হবে দেশের ব্যবসা। মনে করা হচ্ছে, এই বিপুল সংখ্যাক বিয়ের খরচ, লেনদেনে ব্যবসা হবে অন্তত ৬ লক্ষ কোটি টাকার।
শুধু দিল্লিতেই এই দু’ মাসে অন্তত সাড়ে চার লক্ষ বিয়ের আয়োজন হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সমীক্ষা বলছে এই সংখ্যক বিয়ের কারণে ১.৫ লক্ষ কোটি টাকা লাভ হবে সেখানকার স্থানীয় অর্থনীতির।
১২ নভেম্বর থেকে এই বিয়ের মরশুম শুরু হচ্ছে। সিএআইটি-র সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, খুচরো খাত, পণ্য এবং পরিষেবা উভয়ই ক্ষেত্রেই এই মরশুমে প্রায় ১০ লক্ষ কোটি টাকার টার্নওভার হবে।
