আজকাল ওয়েবডেস্ক: অনলাইন অ্যাপ থেকে বড় টাকার অর্ডার দিত দুই যুবক। সেই অ্যাপের ডেলিভারি হাতিয়ে চলত প্রতারণা। হিসাব বলছে, এভাবেই ১.২৯ কোটি টাকার প্রতারণা করেছিল ওই দুই যুবক। একই পন্থায় চুরি করতে গিয়ে ধরা পড়তে হল ম্যাঙ্গালোর পুলিশের হাতে। তবে চুরির কায়দা সামনে আসতে তাজ্জব বনে গিয়েছে খোদ পুলিশও। ইতিমধ্যেই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, এই দুই যুবক এর আগেও একাধিক প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। আসাম, ওড়িশা, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা সহ একাধিক রাজ্যে মামলা রয়েছে। দুই অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে প্রতারণার প্রক্রিয়া। আর তাতেই চোখ কপালে উঠেছে আধিকারিকদের। জানা গিয়েছে, ওই দুই যুবক প্রথমে অনলাইন বিপণন সংস্থা থেকে অনেক টাকার জিনিসপত্র অর্ডার করতেন। ডেলিভারি বয় যখন অর্ডার পৌঁছে দিতে আসতেন তখন এক যুবক তাঁকে নানা কথাবার্তায় ভুলিয়ে রাখতেন। অপরজনের কাজ ছিল অর্ডারের দামের লেবেলের ওপর কম দামের লেবেল সাঁটিয়ে দেওয়া।
এরপরে ভুল ওটিপি দিয়ে সেই ডেলিভারি প্রক্রিয়ার কনফারমেশনকে আরও বিলম্বিত করা হত। পরের দিন আসার আগেই কম দামে কেনা জিনিস বেশি দামে বিক্রি করে বিপুল লাভ করত ওই দুই যুবক। ম্যাঙ্গালোরেও দুটি দামী ক্যামেরা এবং আরও ১০টি জিনিসের ক্ষেত্রে একই ভাবে প্রতারণা করতে গিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার পর শহর ছাড়ার পরিকল্পনা করছিল এই দুই অভিযুক্ত। কিন্তু পুলিশ তাদের বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছ থেকে ১১.৪৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে।
