মিল্টন সেন,হুগলি: আলোর শহর চন্দননগরের বিশ্বজোড়া নাম। একইসঙ্গে বিখ্যাত এই শহরের জগদ্ধাত্রী পুজো। এই পুজোর বিশেষ আকর্ষণ শোভাযাত্রার আলোর জাদু। এবারে বিশ্বের দরবারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে পৌঁছে দিতে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিল কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। যদিও অনেক আগে থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎবিখ্যাত। নানান আলোর জাদু, সঙ্গে সুউচ্চ প্রতিমা দেখতে লক্ষাধিক মানুষের ভিড় হয় পুরনো ফরাসডাঙায়। তবে চারদিনের এই জগদ্ধাত্রী পুজোর প্রধান আকর্ষণই থাকে শোভাযাত্রা। লরিতে বিশাল প্রতিমা সুসজ্জিত আলো দিয়ে। সঙ্গে বিভিন্ন বাজনা এই শোভাযাত্রার আকর্ষণকে বহুগুন বাড়িয়ে দেয়।

 
আলোর শহরের রাস্তায় সেই শোভাযাত্রা দেখতে অগণিত মানুষের ভিড় উপচে পড়ে। গত ২০১৯ সালের ৮ নভেম্বর বিখ্যাত ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় চন্দননগরের দশমীর শোভাযাত্রার আলোকসজ্জার একটি ভিডিও পোস্ট করে প্রশংসা করেছিলেন। জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় ডুপ্লেক্স পট্টি বারোয়ারি তাঁদের ৫৭ বছরের পুজোর শোভাযাত্রায় আলোর মাধ্যমে ভারতীয় বায়ুসেনার কৃতিত্ত্ব তুলে ধরেছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছিলেন মাস্টার ব্লাস্টার। একইসঙ্গে তিনি লিখেছিলেন, 'ভারতীয় সেনার প্রতি আমাদের সকলের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং সন্মান। পশ্চিমবাংলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমীর একটি অপূর্ব ভিডিওতে তা দেখতে পেলাম।' 

 যাঁরা অন্য রাজ্যে বা বিদেশে থাকেন তাঁরাও যাতে সরাসরি সেই শোভাযাত্রা দেখতে পান সেই ব্যাবস্থা করা হল। এই প্রথম সোস্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। সোমবার কমিটির সহ-সম্পাদক শুভজিৎ সাউ বলেছেন, চন্দননগর স্ট্যান্ড রোড এবং তালডাঙ্গা এই দুটি জায়গা থেকে সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় কমিটির ফেসবুক পেজে দেখা যাবে শোভাযাত্রার সরাসরি সম্প্রচার। অনেক মানুষ আছেন যারা নানা কারণে শোভাযাত্রা দেখতে পারেন না। পাশাপাশি যারা বিদেশে থাকেন তাদের জন্যই এই ব্যবস্থা চালু হচ্ছে।


বর্তমানে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে ১৭৭ টি পুজো কমিটি রয়েছে। যার মধ্যে চন্দননগরের ১৩৩ টি এবং ভদ্রেশ্বরে রয়েছে ৪৪ টি পুজো। এবছর শোভাযাত্রায় অংশ নেবে ৬৯ টি পুজো। লরি থাকবে ২৪৫ টি। গত বছরের তুলনায় এই বছর শোভাযাত্রা আরও  জাঁকজমকপূর্ণ হবে। আগামী ১১  নভেম্বর সন্ধে থেকে পরদিন ভোর পর্যন্ত চলবে শোভাযাত্রা। জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মণ্ডপের মাধ্যমে নতুন চমক তুলে ধরতে প্রস্তুত হচ্ছেন পুজো বারোয়ারির উদ্যোক্তারা। পাশাপাশি সেরা আলোর কারসাজি তুলে ধরতে প্রস্তুত হচ্ছেন আলোক শিল্পীরা। পাশাপাশি থিমের মণ্ডপের সঙ্গে আলোর জাদু দেখাতে প্রস্তুত হচ্ছেন চন্দননগরের পাশাপাশি বলতে গেলে গোটা রাজ্য।