আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সিনিয়র ব্যাটাররা রান না পাওয়ায় চিন্তিত রোহিত শর্মা। বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজের আগে সিনিয়রদের ব্যাট বোবা থেকে গিয়েছে। যা চিন্তা বাড়াচ্ছে রোহিতেরও। ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টের শেষে হিটম্যান সেই আশঙ্কার কথা প্রকাশ্যে আনলেন।
সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বললেন, ''সিনিয়ররা রান না পেলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যা হওয়ার হয়ে গিয়েছে। প্লেয়ার, ক্যাপ্টেন এবং দল হিসেবে আমাদের সামনের দিকে তাকাতে হবে। যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, সেগুলোর সংশোধন করতে হবে। অস্ট্রেলিয়ায় স্পেশাল কিছু করতে হবে। সেই দিকেই ফোকাস করতে হবে।''
বাংলাদেশকে ঘরের মাঠে উড়িয়ে দিয়েছিল ভারত। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে ভারতের শরীর থেকে খসে পড়ে গেল অপরাজিত থাকার জোব্বা। গোটা সিরিজে একের পর এক ভুল করে বসলেন ভারতের ক্রিকেটাররা। রোহিত শর্মা বলছেন, ''আমরা প্রচুর ভুল করেছি। সেই সব ভুলগুলো খুঁজে বের করতে হবে। তার পরে আসন্ন সিরিজকে ফোকাস করতে হবে।''
ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ হেরে ভারত নিজেদের অবস্থান অনিশ্চিত করে ফেলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দু'নম্বরে নেমে এল। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের কাজটা খুবই কঠিন। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় এবং একটিতে ড্র করলে তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর টিকিট জোগাড় করতে পারবে।
