বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
KM | ০২ নভেম্বর ২০২৪ ১৭ : ০০Krishanu Mazumder
কৃশানু মজুমদার: অনাবৃত ঊর্ধ্বাঙ্গের ছবি পাঠিয়ে তিনি বলছেন, ''ব্রাদার, আমি অ্যাম স্টিল ফিট।'' ৬ বছরের শিশুপুত্র ওমরের ফ্রি কিক থেকে গোল করার ভিডিও দেখার অনুরোধ জানিয়ে ভিনদেশি সাংবাদিককে উত্তেজিত ভাবে বলছেন, ''মাত্র ৬ বছর বয়স। কীরকম ফ্রি কিক থেকে গোল করল দেখলেন?''
গর্বিত বাবা বলে চলেন, ''আমার দুই ছেলে। ওমর আর আদম। ওমরের বয়স ৬। আদমের চার। আমি ওদের ট্রেনিং দিই। ভাল ফুটবল খেলে ওরা।'' একসময়ের কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণ সংবাদ তাঁর জানা। স্মৃতিরোমন্থন করে বলছিলেন, ''আমার কোচ। ওঁর সঙ্গে আমার কথা হত। যোগাযোগ ছিল। আমি জানি কোচ আর নেই। ওঁর ছেলের সঙ্গে কথা হয় আমার।''
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হয়ে উঠতে পারেন। প্রশ্ন জাগতে পারে কে তিনি? তিনি আক্রম মোঘরাবি। লেবানন থেকে বন্ধু বেলালের সঙ্গে খেলতে এসেছিলেন এই দেশে। সুভাষ ভৌমিকের হাত ধরে চার্চিল ব্রাদার্স সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের সদস্য ছিলেন বেলাল ও আক্রম। পরে আক্রমের পিঠে উঠেছিল মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি। ১৩ নম্বর জার্সি পরে খেলেছিলেন বাঙালির চিরআবেগের ডার্বি। বড় ম্যাচের ভিডিও পাঠিয়ে লেবাননের তারকা ফুটবলার বলছেন, ''যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ। দিপান্দা ডিকা দুটো গোল করেছিল। এই গোলটা আমার অ্যাসিস্ট থেকে।''
ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছেন আক্রম। শুক্রবার ভুটানে তাঁর দেশের আল নেজমে ক্লাবকে মাটি ধরিয়ে অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গল পৌঁছে গিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে। কেমন লাগল লাল-হলুদকে? একসময়ের প্রতিপক্ষের খেলা দেখে একপ্রকার মোহিত আক্রম। ফুটছেন তিনি। লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের উচ্ছ্বসিত প্রশংসা করে বলছেন, ''ইস্টবেঙ্গলকে দেখে বেশ ভাল লাগল। খুব ভাল খেলেছে ওরা। ভারতের ফুটবল কিন্তু আগের থেকেও উন্নত হয়েছে।''
আক্রম ফিরে যাচ্ছেন তাঁর ফেলে আসা সময়ে। চার্চিল ব্রাদার্সের জার্সি গায়ে রামধনুর মতো বাঁকানো শটে বিপক্ষের জাল কাঁপাচ্ছেন তিনি। এখনকার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের কাছ থেকে ওরকম বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে গোল দেখতে অভ্যস্থ এখনকার বিশ্ব। আক্রম তাঁর গোল করার ভিডিও পাঠিয়ে বলছেন, ''২০১৩ সালে চার্চিলের জার্সি পরে এই গোলটা করেছিলাম। বেস্ট গোল হয়েছিল ইন্ডিয়ায়।''