আজকাল ওয়েব ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বন। কালীপুজোর পর ভাইফোঁটার পালা। সাজগোজ খাওয়াদাওয়া, উপহার দেওয়া নেওয়া, সবমিলিয়ে ভাইবোনেদের একান্ত আপন দিন এই ভাইফোঁটা। আর পাঁচটা পার্বণের মতো ভাইফোঁটাতেও চাই নতুন সাজ। আনন্দ উৎসবের দিন ভাই-দাদারা কীভাবে সাজবেন, রইল তারই হদিশ।
ধূসর রঙের পাঞ্জাবিতে সাবেক সাজে ধরা দিয়েছেন অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়। লাল,হলুদ ও আকাশী সুতোর কাজে অনবদ্য সৌম্যর পাঞ্জাবি। পাড়ে হরেক রঙের কাজ করা সাদা ধুতি একেবারে মানানসই।
অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের ম্যাজেন্টা রঙের পাঞ্জাবিতে রয়েছে হলুদ সুতোর সূক্ষ্ম কাজ। সঙ্গে ধূসর রঙের ধুতির পাড়ে সাদা-কালো সুতোর নকশা অভিনেতার সাজকে অন্য মাত্রা দিয়েছে।
কালো রং যে কোনও উৎসবেই জমকালে সাজের মাত্রা দেয়। সৌম্যর কালো পাঞ্জাবিতে রয়েছে লাল, সবুজ, সাদা রঙের সুতোর আঁকিবুকি। সঙ্গে হালকা গোলাপি রঙের পাজামা দারুণ মানিয়েছে।
ঘরোয়া ভাইফোঁটায় পরতে পারেন লাইটওয়েট ধুতি পাঞ্জাবি। ইন্দ্রনীল পরেছেন গাঢ় ধূসর রঙের পাঞ্জাবির সঙ্গে কালো ধুতির। পাঞ্জাবির এক ধারে লম্বালম্বি এবং হাতের নীচের দিকে লাল-নীল সুতোর কাজ। অভিনেতার কুচি দেওয়া ধুতির পাড়েও রয়েছে সুতোর নকশা।
সাদা-নীল ধুতি আর পাঞ্জাবি যেন ভাইফোঁটার ‘পারফেক্ট’ সাজ। নীলের উপর সাদা কোটের লুকে রয়েছে অনবদ্য নকশা। সাদা ধুতির নীল পাড়ের সুতোর কাজও দারুণ কম্বিনেশন।
মডেল- সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেকআপ আর্টিস্ট- পম্পা পান্ডা
ফটোগ্রাফার- সৌরভ দে
ভিডি-ববিন মণ্ডল
ডিজাইনার- প্রমিত ক্রিয়েশন
কো-অর্ডিনেশন- মধুরিসা শীল
মডেল- ইন্দ্রনীল চ্যাটার্জি
মেকআপ আর্টিস্ট- পম্পা পান্ডা
ফটোগ্রাফার- সৌরভ দে
ভিডি-ববিন মণ্ডল
ডিজাইনার- প্রমিত ক্রিয়েশন
