আজকাল ওয়েবডেস্ক : জম্মু কাশ্মীরে গান্ডেরবালে দেখা গেল বিরল চন্দ্রবোড়া সাপ। এটি দেখামাত্র গোটা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর গিয়েছে বন্যপ্রাণ দপ্তরের অফিসারদের কাছে। তারা জানিয়েছে এই নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে এবার থেকে একটু সাবধানে চলাফেরা করতে হবে।
সাপটিকে দেখামাত্র সেটিকে ধরা হয়েছে এবং গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। কাশ্মীরে অনেক ধরণের সাপ দেখা গেলেও এই ধরণের চন্দ্রবোড়া সাপ এই প্রথম দেখা গেল। অন্য চন্দ্রবোড়া থেকে এটি একটু ছোটো এবং বেশি মোটা। ফলে এটি দেখামাত্র ভয় পেয়ে যান স্থানীয় বাসিন্দা।
যে ব্যাক্তি এই সাপ ধরেছে তিনি বলেন এই এলাকায় পিট ভাইপার দেখা যায় কিন্তু এই রকম চন্দ্রবোড়া সাপ দেখা যায় না। জম্মুতে এই সাপের দেখা গেলেও কাশ্মীরে এই সাপ দেখা যায় না। এই সাপ অতিরিক্ত শীত সহ্য করতে পারেনা। তাই এই এলাকা থেকে এরা দূরে থাকে। কিন্তু এখন এই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে যেটা বেশ চিন্তার।
এই সাপ যাতে কাউকে না কামড় দেয় সেদিকে নজর রাখা হচ্ছে। এই সাপের বিষ অন্য সাপের থেকে অনেক বেশি হবে সেটা নিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
