অতীশ সেন: ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর খেরকাটা গ্রামে হাতি তাড়াতে গিয়ে আহত তিন কৃষক। শুক্রবার ভোরে একটি বুনো হাতির দল এলাকায় ঢুকে পড়লে স্থানীয় কৃষকরা নিজেদের ধানের জমি রক্ষা করতে এগিয়ে আসেন। স্থানীয়রা হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হলেও, ফিরতি পথে একটি হাতি অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।
এই হামলায় তিন কৃষক বীরবাহাদুর মঙ্গর, সুখা ওরাওঁ এবং পাতিরাম ওরাওঁ গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সুলকাপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বনদপ্তরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং হাতির হামলায় ক্ষয়ক্ষতি রুখতে ওই এলাকায় তিনটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া, বনকর্মীরা এলাকায় টহল দিচ্ছেন।
