আজকাল ওয়েবডেস্ক: সাইকেল নিয়ে কায়দা করতে গিয়ে প্রাণ হারাল এক কিশোর। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। নীরজ যাদব নামে ওই কিশোরের বয়স ১৬ বছর। সাইকেল নিয়ে বহুদিন ধরেই সে নানা ধরণের স্টান্ট করত। কিন্তু এবার রক্ষা পেল না। গতির কাছে হার মেনে সে গিয়ে সোজা একটি দোকানের ধারের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে।
গোটা ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। এরপর সেখানেই লুটিয়ে পড়ে সে। তারা দেহ থেকে রক্ত ঝরতে থাকে। ভিড় জমে যায় সেখানে। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন। সেখানে দেখা গিয়েছে সাইকেলের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে সোজা গিয়ে দোকানের ধারের দেওয়ালে ধাক্কা মারে ওই কিশোর। এরপর সেখানেই লুটিয়ে পড়ে সে।
এই মৃত্যু একটি দুর্ঘটনার ফলেই হয়েছে। কিশোরের পরিবারকে খবর দেওয়া হলে তারা কান্নায় ভেঙে পড়েন। দেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয় এর আগেও সাইকেল নিয়ে বহু স্টান্ট দেখাত সে। তবে এবার সেই স্টান্ট তার প্রাণ কেড়ে নিল।
