আজকাল ওয়েবডেস্ক: মালদা থেকে মুর্শিদাবাদে জাল নোট পাচার করতে এসে গ্রেপ্তার ১। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, জাল নোটগুলি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে পাচার হয়ে মালদার বৈষ্ণবনগরে আসে।

সেখান থেকে দুই ব্যক্তি ৫০০ টাকার দুটি নোট নিয়ে মুর্শিদাবাদের একটি লটারির দোকানে দেয়। সেই নোট দেখেই দোকান মালিকের সন্দেহ জাগে। অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকেই আটক করা হয় অভিযুক্তকে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৯৮,৫০০। ঘটনার সঙ্গে যুক্ত দুই ব্যক্তি এখনও পলাতক। এর সঙ্গে আরও বড় চক্র জড়িত বলেই মনে করছে পুলিশ।