আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শট খুদে দর্শকের মোবাইল ভাঙল। পর্তুগিজ মহানায়ক পেনাল্টি নষ্ট করলেন। তাঁর ক্লাব আল নাসেরও ছিটকে গেল কিংস কাপ থেকে। 

খেলার ৯৬ মিনিটে আল নাসের পেনাল্টি পায়। সেই সময়ে রোনাল্ডোর ক্লাব ০-১ পিছিয়েছিল আল-তাউয়ুনের বিরুদ্ধে। 

রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করতে পারলেন না। উড়িয়ে দিলেন সেই পেনাল্টি। পেনাল্টি স্পট থেকে নেওয়া রোনাল্ডোর শট বারের উপর দিয়ে গিয়ে গ্যালারিতে আছড়ে পড়ল এক ভক্তের হাতে। সেই খুদে ভক্ত তার মোবাইল দিয়ে রোনাল্ডোর পেনাল্টির ভিডিও করছিলেন। 

আল তাউয়ুন ম্যাচ জেতায় কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলল। আল নাসেরে যোগ দেওয়ার পরে ১৮টি পেনাল্টিতেই গোল করেছেন রোনাল্ডো। আল তাউয়ুনের বিরুদ্ধেই তাঁর শট বারের উপর দিয়ে উড়ে গেল। 

 

?ref_src=twsrc%5Etfw">October 29, 2024