আজকাল ওয়েবডেস্ক: আপনার সাধের মোবাইল ফোনটি বারে বারে হ্যাং করে। কারণ হিসাবে বলতে পারেন মোবাইল পুরোনো হয়ে গিয়েছে তাই। ফোনের কাজও দ্রুত কমে আসতে থাকে। তবে এমনটা যখন হয় যে বারে বারে মোবাইল হ্যাং করবে তখন কী করবেন। যখন এই ঘটনা হবে তখন মোবাইল ব্যবহার করা রীতিমতো সমস্যার। তবে আপনার মোবাইল ফোন হ্যাং করার সময় আপনাকে বুঝতে হবে কেন মোবাইল ফোনটি হ্যাং করে। যদি এর সঠিক কারণ জানতে পারেন তাহলে জানবেন এই ঘটনা আর ঘটবে না।

 

যদি আপনার মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে এই ঘটনা ঘটতে পারে। ফোনের ইন্টারনাল স্টোরেজ যখন ভর্তি হয়ে যাবে তখন মোবাইল আপনার কথা শুনতে চাইবে না। শুধু তাই নয় ফোনের প্রতিটি অ্যাপের গতি ধীর হয়ে যাবে। তাই নিজের মোবাইল ফোনের স্টোরেজ ফুল হতে দেবেন না।

 

যদি আপনার মোবাইল ফোনের অ্যাপগুলি সঠিকভাবে আপডেট না করা থাকে তবে সমস্যায় পড়তে পারে আপনার ফোনটি। তাই প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার পর আপনাকে বারে বারে আপনার অ্যাপ আপডেট করতে হয়। যারা অ্যাপগুলি তৈরি করেন তারা কিন্তু ভাল অ্যাপ তৈরি করতে বলে সেটি করেন না। তাই ফোনের অ্যাপ যদি সঠিকভাবে আপডেট না করা হয় তাহলে মোবাইল ফোন বারে বারে হ্যাং করবে।

 

মোবাইল ফোনে কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাপ থাকে। সেগুলি মোবাইল রাম দিয়ে চলে। এগুলি যদি সঠিকভাবে চলে তাহলে মোবাইল ফোন নিজের কাজ সঠিকভাবে করতে পারে। যদি তা না থাকে তবে আপনার মোবাইল ফোন হ্যাং করবে বৈকি। তাই যে অ্যাপগুলি ব্যবহার করবেন না সেগুলি মোবাইল থেকে ডিলিট করে দেওয়াই ভাল।