আজকাল ওয়েবডেস্ক: সিরিজ হেরে এতটাই চাপে পড়েছে ভারত যে নেটে ডেকে নিয়ে আসা হল ৩৫ জন বোলারকে। তার মধ্যে অধিকাংশই স্পিনার। দ্বিতীয় টেস্টে স্পিন খেলতে না পেরেই ভরাডুবি হয়েছে ভারতের। তাই আর কোনও ঝুঁকি নয়। রোহিত, বিরাটদের অনুশীলনের জন্য নেটে ডাকা হল ৩৫ জন বোলারকে।
শুক্রবার থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। আর বুধবার ওয়াংখেড়েতে ভারতের অনুশীলনে দেখা গেল এই দৃশ্য।
ওয়াংখেড়েতেও হচ্ছে স্পিন সহায়ক উইকেট। আর তার জন্য নেটে ৩৫ জন বোলারের মধ্যে বেশিরভাগই ছিল স্পিনার।
ভারতীয় দলের তরফে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার (এমসিএ) কাছে পর্যাপ্ত পরিমাণে নেট বোলারের আবেদন করা হয়েছিল। কিন্তু দেখা গেল হাজির ৩৫ জন নেট বোলার। এত জন নেট বোলার আগে কখনও দেখা গিয়েছে কিনা সন্দেহ। ভারতীয় দলের তরফে আগেই জানানো হয়েছিল মুম্বই টেস্টের আগে কোনও ঐচ্ছিক অনুশীলন হবে না। প্রতিটি অনুশীলন বাধ্যতামূলক। সেই মতো দু’দিন বিরতির পর এদিন অনুশীলনে নামেন রোহিতরা।
প্রসঙ্গত, পুণে টেস্টে মিচেল স্যান্টনার একাই ভারতকে শেষ করে দিয়েছিলেন। তিনি নিয়েছিলেন ১৩ উইকেট। আর গ্লেন ফিলিপস ছটি। ২০ উইকেটের মধ্যে ১৯ উইকেটই পেয়েছিলেন স্পিনাররা। যদিও ওয়াংখেড়েতে ভারতীয় স্পিনারদের রেকর্ডও ভাল। অশ্বিন নিয়েছেন ৫ টেস্টে ৩৮ উইকেট।
