আজকাল ওয়েবডেস্ক:‌ নভেম্বরে রাজ্য সরকারি কর্মীরা পাবেন মাসের প্রায় অর্ধেক ছুটি। নভেম্বর মাস ৩০ দিনের। ১ নভেম্বর দিওয়ালির অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য। ২ তারিখ শনিবার। রবিবার চার তারিখ তো ছুটি থাকেই। আবার ভাইফোঁটা রবিবার পড়ায় সোমবার অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ ৩১ অক্টোবর কালিপুজোর ছুটি ধরলে শুরুতেই টানা পাঁচ দিন ছুটি। তার মধ্যে নভেম্বরের শুরুতেই চার দিন ছুটি। 


আবার  ৭ নভেম্বর ছটপুজোর ছুটি। সে দিনটা বৃহস্পতিবার। পরের দিনও ছট উপলক্ষ্যে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। তার পরে আবার শনি ও রবিবার ছুটি। ফলে ৭ থেকে ১০ নভেম্বর টানা চার দিন ছুটি থাকবে। 


১৫ নভেম্বর আবার গুরু নানকের জন্মদিন। সেটা শুক্রবার। তারপর আবার শনি, রবি ছুটি। সব মিলিয়ে ফের টানা তিন দিন ছুটি। আবার ২৩ ও ২৪ তারিখ শনি ও রবি বার। মাসের শেষ অর্থাৎ ৩০ নভেম্বর শনিবার। সব মিলিয়ে নভেম্বরে রাজ্য সরকারি কর্মীরা পাবেন ১৪ দিন ছুটি।