আজকাল ওয়েবডেস্ক: লকআপে আটক ছিলেন এক যুবক। তেষ্টা পাওয়ায় এক গ্লাস জল চেয়েছিলেন তিনি। তাঁকে দেওয়া হল জলের বদলে অ্যাসিড। গুরুতর অসুস্থ অবস্থায় সে এখন ভর্তি হাসপাতালে। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহতে। জানা গিয়েছে এর আগে তাঁকে মারধরও করেছে পুলিশ।

 

 

ওই বন্দির নাম ধর্মেন্দ্র সিংহ। তাঁকে শুধু অ্যাসিড দেওয়াই নয়, জোর করে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ উঠেছে কর্তব্যরত পুলিশকর্মীদের বিরুদ্ধে। কিন্তু কেন তিনি বন্দি ছিলেন? ধর্মেন্দ্র সিংহ এর পরিবারের তরফে জানানো হয়েছে, গত ১৪ অক্টোবর রাতে সৈয়দ নাগলি থানার বাইরে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে বাঁধে। সেখানে আসেন সম্বল জেলার পানসুখা মিলাক গ্রামের বাসিন্দা। ওই যুবক যান গোলমাল থামাতে। কিন্তু পুলিশ এসে তাঁকে তুলে নিয়ে যায়। ধর্মেন্দ্রের ভাই পুষ্পকের দাবি, এদিন পুলিশ অফিসারের নেশা করেছিলেন। তাঁর ভাই জল খেতে চাইলে অ্যাসিড দেয় পুলিশ। মত্ত অবস্থায় জোর করে খাইয়ে দেওয়া হয় সেই অ্যাসিড। তা খেয়ে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয়, নিকটবর্তী প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে মেরুটে রেফার করা হয়।

 

 

চিকিৎসকরা জানিয়েছেন, অন্ত্রের ব্যাপক ক্ষতি হয়েছে ওই যুবকের। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। এরপর ধর্মেন্দ্রর পরিবার গ্রামবাসীদের নিয়ে ওই থানায় যায় বলে সূত্রে খবর। সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।