আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে ছোট্ট একটা ক্লিক। তারপরই হয়ে যাবে জন্ম এবং মৃত্যু রেজিস্টার করা। অনলাইনে এই সুবিধে আনছে কেন্দ্র, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার শাহ বলেন, খুব শীঘ্রই সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বা সিআরএস (CRS) মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছেন। হাতে ইলেকট্রনিক গ্যাজেট কিংবা মোবাইল ফোন থাকলেই হল। খুব অল্প সময়েই হয়ে যাবে জন্ম এবং মৃত্যুর নথিভূক্তকরণ।
এটি চালু হবে বিভিন্ন রাজ্যের সরকারি ভাষায়। ফলে খুব সহজেই করা যাবে নিবন্ধকরণের কাজটি। কাজটি যাতে দ্রুত এবং ঝামেলা মুক্তভাবে করা যায় তাই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র, নিজের এক্স হ্যান্ডেলে এমনই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) আইন, ২০২৩ অনুসারে, ১ অক্টোবর, ২০২৩ থেকে দেশে যে সমস্ত জন্ম ও মৃত্যুর রিপোর্ট করা হয়েছে সেগুলিকে কেন্দ্রের পোর্টাল dc.crsorgi.gov.in -এর মাধ্যমে ডিজিটালভাবে নিবন্ধিত করতে হবে।
সমস্ত কিছু ডিজিটালি একটা পোর্টালের মাধ্যমে করা গেলে এক সুতোয় সবটা বাঁধা যাবে বলে অভিমত কেন্দ্রীয় সরকারের। ডিজিটাল জন্ম শংসাপত্রগুলি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারি চাকরি এবং বিবাহ নিবন্ধনের মতো বিভিন্ন পরিষেবার জন্য জন্ম তারিখ প্রমাণ করার জন্য একটি একক দলিল হবে। কেন্দ্রীভূত ডাটাবেস জাতীয় জনসংখ্যা নিবন্ধন (NPR), রেশন কার্ড, সম্পত্তি নিবন্ধন এবং ভোটার তালিকা আপডেট করতেও সাহায্য করবে।
এনপিআর-এর ডেটা, প্রথমবার ২০১০ সালে সংগ্রহ করা হয়েছিল এবং ২০১৫ সালে বাড়ি বাড়ি গিয়ে গণনার মাধ্যমে আপডেট করা হয়েছে, ইতিমধ্যে ১১৯ কোটি বাসিন্দার তথ্য সেখানে অন্তর্ভুক্ত রয়েছে। নাগরিকত্ব আইন অনুসারে এনপিআর হল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনপিআর) তৈরির প্রথম ধাপ।
প্রসঙ্গত, এদিন শাহ রাজধানীর আদমশুমারি ভবনে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তিও উন্মোচন করেন। সেখানেও তিনি বলেন, প্যাটেল দেশকে ঐক্যের সুতোয় বেঁধেছিলেন, একটি শক্তিশালী ভারতের ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁকে এগিয়ে নিয়ে যাওয়াই বর্তমান কেন্দ্রীয় সরকারের লক্ষ্য।
