নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'য় আসছে একের পর এক নতুন মোড়। এবার আসতে চলেছে এক দূর্দান্ত ধামাকাদার পর্ব। 

 

 

গল্প অনুযায়ী, সোনা, বহুদিন আগেই জানতে পেরেছিল তার মা এই মুম্বাই শহরে রয়েছে। সোনা সবার প্রথম দীপাকে আবিষ্কার করেছিল এই শহরে। কিন্তু কাছে বাবা-মা আবার এক হয়ে যায় সেই ভয়ে এই কথা সে কাউকে বলেনি। বাবা কষ্টে আছে জেনেও সে একবারও মায়ের সঙ্গে বাবার দেখা করিয়ে দেওয়ার কোন ব্যবস্থা করেনি। উল্টে তারা যাতে দূরে চলে যায় তার সমস্ত রকম ব্যবস্থা করে গিয়েছে সে।

 

 

কিন্তু ভাগ্য সূর্য-দীপাকে বারবার সামনাসামনি এনে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে চারুর সঙ্গে সূর্যের বিয়ে দিতে চায় সোনা। কিন্তু তার এই কাজ সফল হবে কি? এই দ্বন্দ্বের মধ্যেই চ্যানেলের তরফে প্রকাশ্যে এল এক নতুন প্রোমো। 

 

 

 

সেখানে দেখা যাচ্ছে, দীপাবলির দিন দীপা ঠাকুরের সামনে বসে প্রদীপ দিয়ে আরতি করছে। এমন সময় পাশ থেকে তার হাতটা এসে ধরে সূর্য। সূর্য বলে, এক দীপাবলীর রাতেই তারা দুজন এক হয়েছিল। আর এই দীপাবলি আবার তাদের এক করে দেবে। কথাগুলো দীপার শুনতে ভাল লাগলেও হঠাৎ করেই এক অজানা ভয় এসে ঘিরে ধরে তাকে। 

 

 

 

দীপা বলে, সেটা বোধহয় আর কোনদিনও সম্ভব হবে না কারণ সোনা তাকে ঘৃণা করে। সে তার মাকে চায়না। এমন সময় সেখানে চলে আসে সোনা আর রূপা। বাবা-মাকে একসাথে দেখে চিৎকার করে ওঠে সোনা। ভয়তে প্রদীপটা হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় দীপার। সেই সময় দীপাকে সামলে নেয় সূর্য। সে বলে তারা আবার একসাথে থেকে সবটা ঠিক করে দেবে। 

 

 

তবে কি এবার মাকে চিনতে পারবে রূপা? এবার কি দুই মেয়েকে নিয়ে সুখে সংসার করতে পারবে সূর্য-দীপা? উত্তর মিলবে ধারাবাহিকের দেড় ঘন্টার মহাপর্বে।