নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় বেশ ভালই ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'উড়ান'। সপ্তাহের শেষে তাই হাসিমুখেই দেখা যায় ধারাবাহিকে নায়ক-নায়িকাকে। কিন্তু অনস্ক্রিন তাঁদের সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়। 

 

 

 

গল্পের নিত্যনতুন মোড়ে মহারাজ আর পূজারিণীর সম্পর্ক যেন একটু একটু করে গড়ে উঠছে। মনের কথা একে অপরকে বলে ওঠে হয়নি তাদের। তবুও যেন দু'জন, দু'জনের প্রতি এক অজানা বাঁধনে বাঁধা পড়ে আছে। যতই ঝড় আসুক, একে অপরকে আগলে রেখেছে তারা। 

 

 

এর মধ্যেই মহারাজের ছোটবেলার ভয়ঙ্কর স্মৃতি আবারও উঠে আসে। খুনের দায়ে জড়িয়ে পড়েছিল মহারাজ। কিন্তু আসল সত্যিটা কী? তা এখনও জানতে পারেনি পূজারিণী। তা জানার জন্যই মরিয়া হয়ে উঠেছে সে। অন্যদিকে, সোমনাথ আর প্রিয়াঙ্কার নিত্য নতুন চক্রান্তে নাজেহাল মহারাজ-পূজারিণী।

 

 

 

এবার মিথ্যের জালে জড়ানো সমস্ত বিষয়কে দূরে সরিয়ে দেবে মহারাজ। শত্রুর মুখোশ খুলতে তৈরি মহারাজ। এবার তার মনের জোর বাড়াতে পাশে রয়েছে পূজারিণী। এদিকে নতুন চক্রান্তে হাত পাকাতে শুরু করেছে সোমনাথ-প্রিয়াঙ্কা। তাই আরও জোরালো হয়েছে টক্কর। এবার কি সত্যিটা সামনে আনতে পারবে মহারাজ-পূজারিণী? না জড়িয়ে পড়বে অন্য কোনও নতুন চক্রান্তের জালে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।