Mohun Bagan: চোটে জর্জরিত শিবির, আজ এএফসিতে মরণ-বাঁচন ম্যাচ বাগানের

Mohun Bagan to face Odisha FC at home today Mohun Bagan to face Odisha FC at home today
আজকাল ওয়েবডেস্ক: এএফসি কাপের শুরুটা দারুণ করেও এখন জটিল অঙ্কের মুখে মোহনবাগান। পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে গ্রুপের শেষ দুটো ম্যাচ। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকিদের রেজাল্টের দিকে। ঢাকায় বসুন্ধরা কিংসের কাছে হারে ধাক্কা খেয়েছে বাগান শিবির। দু"দলের পয়েন্ট সমান হলেও হেড টু হেডে এগিয়ে বাংলাদেশের দল। সেক্ষেত্রে আজ ঘরের মাঠে বসুন্ধরা যদি মাজিয়াকে হারিয়ে দেয়, আরও সমস্যায় পড়বে বাগান। জুয়ান ফেরান্দোর দলের সামনে এখন মরণ-বাঁচন পরিস্থিতি। এই অবস্থায় আজ ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে চোট-আঘাতে জর্জরিত সবুজ মেরুন শিবির। আশিক কুরুনিয়ন অনেক আগে থেকেই নেই। চোটের জন্য ছিটকে গিয়েছেন আনোয়ার আলি। জাতীয় শিবিরে চোট পান মনবীর সিং। দিমিত্রি পেত্রাতোসও ফিট নয়। অস্ট্রেলিয়ান তারকাকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে আঠারো জনের দলে থাকার সম্ভাবনাই বেশি। জটিল অঙ্ক নিয়ে ভাবতে চান না বাগানের স্প্যানিশ কোচ। নিজেদের বাকি দুটো ম্যাচ জেতাই লক্ষ্য তাঁর।

ওড়িশার ডেরায় তাঁদের বিরুদ্ধে বড় জয় দিয়ে এএফসিতে অভিযান শুরু করেছিল বাগান। তাই ঘরের মাঠে সার্জিও লোবেরার দলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কামিন্স, হুগোরা। তবে লড়াই সহজ হবে না। বিপক্ষে রয়েছে কলকাতায় দীর্ঘদিন খেলে যাওয়া রয় কৃষ্ণ। যুবভারতীতে বাগানের জার্সিতে অসংখ্য গোল রয়েছে তাঁর। তারওপর এখন ছন্দে রয়েছে ওড়িশা দলটি। অবশ্য হোম অ্যাডভান্টেজ থাকবে কামিন্সদের দিকেই। অঙ্ক, চোট নিয়ে না ভেবে ম্যাচে ফোকাস বাগানের। প্রতিপক্ষ নিয়েও ভাবতে চান না ফেরান্দো।‌ যারা রয়েছে তাঁদের নিয়েই যুদ্ধ জয়ের চেষ্টায়। সোমবার ঘরের মাঠে বড় ব্যবধানে জেতাই লক্ষ্য। তবেই পরের রাউন্ডে যাওয়ার আশা থাকবে। 

ছবি: অভিষেক চক্রবর্তী