বিজেপির খুঁটিপুজো থেকে রহস্যময় নিউমোনিয়ে চিনে , দেখে নিন আজকের সেরা ১০টি খবর।
1. বিজেপির খুঁটিপুজো
ধর্মতলায় অমিত শাহের সভার প্রস্তুতি।রবিবার হয়ে গেল এই সভার খুঁটিপুজো। তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থলে এবার শাহি সভা।
2. এসএলএসটির মঞ্চে ইন্দ্রনীল খাঁ
২৯ নভেম্বর অমিত শাহের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের।বঞ্চনার কথা তুলে ধরতে বলা হয়েছে অমিত শাহের সামনে।৯৭৪ দিন ধরে অবস্থানে বসে বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
3. জয়নগরে মৃত তৃণমূল নেতার বাড়িতে মেয়র
মৃত তৃণমূল নেতা সইফুদ্দিনের বাড়িতে মন্ত্রী ফিরহাদ হাকিম । ফিরহাদের সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক । পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
4. চোখের নিমেষে কাটল ১৫ বছর
২০০৮ সালের নভেম্বর মাসের ২৬ তারিখ রাতের ঘটনার আতঙ্ক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। এক দুঃস্বপ্নের শিকার হয়েছিল স্বপ্ননগরী মুম্বই। জঙ্গিদের গুলি বোমায় ছাড়খাড় হয়ে যায় জনজীবন। সবচেয়ে বড় হামলাটি হয়েছিল তাজ হোটেলে।
5. বন্ধুকে খুন করল বন্ধু
জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে গান চালানো নিয়ে বিবাদ।বন্ধুকে গলায় কাঁচি ঢুকিয়ে খুন করল আরেক বন্ধু।মৃতের নাম সাহেব আলি মোল্লা।চিংড়িঘাটা এলাকায় চাঞ্চল্য
6. সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা
ময়দান এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর।সঙ্কটজনক ২। ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে ।
7. সুরঙ্গে নামলো সেনা
সোজা পথে সুড়ঙ্গে ঢুকতে গিয়ে বারবার বাধা পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। এবার ঘুরপথে টানেলে ঢোকার জন্য নামানো হল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপশি, উদ্ধারকাজে এদিন নেমেছে ভারতীয় সেনাও। মূল রাস্তা পরিস্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাকে।
8. পাহাড়ে বড়ো বদল
আসন্ন লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে বড়সড় রদবদল। রবিবার অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং। রবিবার কালিম্পং টাউন হলে প্রদেশ কংগ্রেস সভাপতির হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি।
9. বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে
বিস্ফোরনে আঙুল উড়ল কিশোরের। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায়। আহত কিশোরের নাম আরমান গাজী। জানা গিয়েছে, রবিবার আরমান খেলতে খেলতে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়।
10. রহস্যময় নিউমোনিয়ে চিনে
রহস্যময় নিউমোনিয়া নিয়ে উদ্বিগ্ন চিনের স্বাস্থ্য দপ্তর। চিনা সরকার বিষয়টি মোকাবিলার সব ধরনের কাজ করছে। এই ভাইরাসের ফলে প্রচুর শিশু আক্রান্ত হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছে বলেই খবর মিলেছে। স্বাভাবিকভাবে এই আতঙ্ক ছড়িয়েছে ভারতেও ।
1. বিজেপির খুঁটিপুজো
ধর্মতলায় অমিত শাহের সভার প্রস্তুতি।রবিবার হয়ে গেল এই সভার খুঁটিপুজো। তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থলে এবার শাহি সভা।
2. এসএলএসটির মঞ্চে ইন্দ্রনীল খাঁ
২৯ নভেম্বর অমিত শাহের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের।বঞ্চনার কথা তুলে ধরতে বলা হয়েছে অমিত শাহের সামনে।৯৭৪ দিন ধরে অবস্থানে বসে বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
3. জয়নগরে মৃত তৃণমূল নেতার বাড়িতে মেয়র
মৃত তৃণমূল নেতা সইফুদ্দিনের বাড়িতে মন্ত্রী ফিরহাদ হাকিম । ফিরহাদের সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক । পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
4. চোখের নিমেষে কাটল ১৫ বছর
২০০৮ সালের নভেম্বর মাসের ২৬ তারিখ রাতের ঘটনার আতঙ্ক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। এক দুঃস্বপ্নের শিকার হয়েছিল স্বপ্ননগরী মুম্বই। জঙ্গিদের গুলি বোমায় ছাড়খাড় হয়ে যায় জনজীবন। সবচেয়ে বড় হামলাটি হয়েছিল তাজ হোটেলে।
5. বন্ধুকে খুন করল বন্ধু
জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে গান চালানো নিয়ে বিবাদ।বন্ধুকে গলায় কাঁচি ঢুকিয়ে খুন করল আরেক বন্ধু।মৃতের নাম সাহেব আলি মোল্লা।চিংড়িঘাটা এলাকায় চাঞ্চল্য
6. সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা
ময়দান এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর।সঙ্কটজনক ২। ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে ।
7. সুরঙ্গে নামলো সেনা
সোজা পথে সুড়ঙ্গে ঢুকতে গিয়ে বারবার বাধা পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। এবার ঘুরপথে টানেলে ঢোকার জন্য নামানো হল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপশি, উদ্ধারকাজে এদিন নেমেছে ভারতীয় সেনাও। মূল রাস্তা পরিস্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাকে।
8. পাহাড়ে বড়ো বদল
আসন্ন লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে বড়সড় রদবদল। রবিবার অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং। রবিবার কালিম্পং টাউন হলে প্রদেশ কংগ্রেস সভাপতির হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি।
9. বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে
বিস্ফোরনে আঙুল উড়ল কিশোরের। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায়। আহত কিশোরের নাম আরমান গাজী। জানা গিয়েছে, রবিবার আরমান খেলতে খেলতে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়।
10. রহস্যময় নিউমোনিয়ে চিনে
রহস্যময় নিউমোনিয়া নিয়ে উদ্বিগ্ন চিনের স্বাস্থ্য দপ্তর। চিনা সরকার বিষয়টি মোকাবিলার সব ধরনের কাজ করছে। এই ভাইরাসের ফলে প্রচুর শিশু আক্রান্ত হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছে বলেই খবর মিলেছে। স্বাভাবিকভাবে এই আতঙ্ক ছড়িয়েছে ভারতেও ।
