আজকাল ওয়েব ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বড়সড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী ও তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অবশেষে শুক্রবার তাঁদের ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। এদিন সুশান্তের মামলায় সিবিআইকে রীতিমতো 'ওয়ার্নিং' দেয় শীর্ষ আদালত। সঙ্গে রিয়া ও তাঁর পরিবারকে নির্দোষ ঘোষণা করেন বিচারপতি বি আর গভাই ও কে ভি বিশ্বনাথন।

ঘটনার সূত্রপাত ২০২০ সালে। ওই বছর বান্দ্রা এলাকার নিজেরঅ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। দুর্ঘটনার জেরে মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল মুম্বই পুলিশ। যদিও পরবর্তীতে সুশান্ত সিং রাজপুতের বাবা বিহার পুলিশে একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবার অভিনেতাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছিল।

ঘটনার কিছুদিনের মধ্যেই সিবিআইয়ের উপর অভিনেতার মৃত্যুর তদন্তের দায়ভার যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার নেওয়ার পরই সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তী বং ভাই সৌভিকের নামে একটি লুক আউট সার্কুলার জারি হয়। যদিও ওই লুক আউট সার্কুলার জারি করার সঠিক কোনও কারণ নেই জানিয়ে তা বাতিল করে বম্বে হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার। শুক্রবার বম্বে হাইকোর্টের সেই সিদ্ধান্তই সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত।

'কাই পো ছে'- র অভিনেতার মৃত্যু মামলার সঙ্গে জড়িত অপর একটি আর্থিক তছরুপের মামলায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুশান্তের পরিবারের তরফে অভিনেতার অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে রিয়ার বিরুদ্ধে। এমনকী, পর্দার 'ধোনি'-কে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয় বলেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলে সুশান্তের পরিবার। সেই মর্মে দীর্ঘ দিন রিয়ার রোজগার, বিনিয়োগ এবং কর্মক্ষেত্রের লেনদেনের বিষয়গুলিকে নিয়ে তদন্ত চালায় ইডি। সিবিআই-এর তরফেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ থেকেই রেহাই পেলেন অভিনেত্রী ও তাঁর পরিবার