আজকাল ওয়েবডেস্ক: ভারতের মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল অবসর ঘোষণা করলেন। টোকিও অলিম্পিকে রানির নেতৃত্বে ভারতের মহিলা হকি দল চতুর্থ পজিশনে শেষ করেছিল।
১৬ বছরের দীর্ঘ কেরিয়ার শেষের কথা জানিয়ে দেশের প্রাক্তন অধিনায়ক বলছেন, ''দুর্দান্ত এক জার্নি ছিল।'' ভারতের মহিলা হকি দলের আইকনে পর্যবসিত হয়েছিলেন রানি। দেশের হয়ে ২৫০টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন একশোর বেশি।
অবসর ঘোষণা করে রানি রামপাল বলছেন, ''দুর্দান্ত এক জার্নি। ভারতের হয়ে এতদিন ধরে যে খেলতে পারব, সেটা আমি কোনওদিনই কল্পনা করিনি। ছোটবেলায় দারিদ্রের সম্মুখীন হয়েছিলাম। তবে সব সময়েই কিছু না কিছু করতে চেয়েছিলাম। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছা ছিল।''
জাতীয় দলের সাব জুনিয়র বিভাগের কোচ নির্বাচিত হওয়ার পর দিনই রানি রামপাল তাঁর অবসরের ঘোষণা করেন। ২০০৮ সালে অলিম্পিকের যোগ্যতা পর্বে দেশের হয়ে আত্মপ্রকাশ ঘটেছিল রানির। আন্তর্জাতিক অভিষেক ঘটে ১৪ বছর বয়সে।
২০১০ বিশ্বকাপের দলে জায়গা পান ১৫ বছরের রানি। সাতটি গোল করেছিলেন তিনি। বিশ্ব র্যাঙ্কিংয়ে নবম স্থান পায় ভারত। ২০২০ সালের টোকিও অলিম্পিকে রানির নেতৃত্বে ভারত ঐতিহাসিক চতুর্থ স্থান পায়।
২০১৬ সালে অর্জুন পুরস্কার পান রানি। ২০২০ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হন। পদ্মশ্রীও পান রানি। সেই রানি রামপাল হকিকে বিদায় জানালেন।
