আজকাল ওয়েবডেস্ক: বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আঙুল উড়ল কিশোরের। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায়। আহত কিশোরের নাম আরমান গাজী। জানা গিয়েছে, রবিবার আরমান খেলতে খেলতে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়। সেখানে বল আকৃতির বেশ কিছু বস্তু দেখতে পেয়ে তা ব্যাগ থেকে বের করে দেখতে চায় সে।

সেই সময়ই বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। ঘটনায় একটি আঙুল উড়ে গিয়েছে ওই কিশোরের। বিকট আওয়াজ শুনে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ওই কিশোরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দেওয়া হয়েছে পুলিশ এবং বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের আধিকারিকরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন।