বুধবার ২৩ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মানুষের জন্য কাজ করব, মনোনয়ন জমা দিয়ে বার্তা হাড়োয়ার তৃণমূল প্রার্থী রবিউলের 

Riya Patra | ২৩ অক্টোবর ২০২৪ ২১ : ৫৫Riya Patra


 আজকাল ওয়েবডেস্ক: প্রত্যাশা মতোই বুধবার মনোনয়নপত্র জমা দিলেন উপনির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। এদিন তিনি বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু-সহ দলের অন্যান্য নেতৃত্ব। 

 

আগামী ১৩ নভেম্বর রাজ্যের অন্য পাঁচ বিধানসভার সঙ্গে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্র থেকে ২০১৬ ও ২০২১ সালে পরপর দু'বার তৃণমূলের টিকিটে‌ বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সদ্যপ্রয়াত হাজি নুরুল ইসলাম। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে দল হাজি নুরুলকে প্রার্থী করে। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। সংসদীয় রীতি অনুযায়ী নয়াদিল্লিতে সাংসদ হিসেবে শপথগ্রহণের আগে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তারপর থেকে হাড়োয়া বিধানসভা বিধায়কহীন ভাবে রয়েছে। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন হাড়োয়া-সহ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। উপনির্বাচনে হাজি নুরুলের মেজো ছেলে শেখ রবিউল ইসলামকে তৃণমূল প্রার্থী করেছে। 

 

বুধবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রবিউল বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান। সঙ্গে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মনোনয়নপত্র জমা দিয়ে বেরোনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রবিউল বলেন, 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবক। দুঃসময়ে‌ তাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজ মনোনয়নপত্র জমা দিলাম। আশা করছি, হাড়োয়ার মানুষ আমাকে আশীর্বাদ করবেন। ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই আমি মানুষের জন্য কাজ করব।' 

 

প্রসঙ্গত, হাড়োয়ায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাজি নুরুল ইসলাম ৮০ হাজার ৯৭৮ ভোটে জয়লাভ করেছিলেন। ওই কেন্দ্রে আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন বিশ্বাস দ্বিতীয় স্থানে ছিলেন। এবারের নির্বাচনেও আইএসএফ লড়াই করছে। আইএসএফ প্রার্থী মহম্মদ পিয়ারুল ইসলামকে বামেরা সমর্থন করবে বলে জানিয়েছে। প্রার্থী দিয়েছে বিজেপিও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের লড়াই নাম কা ওয়াস্তে। ২০২১ সালে‌ প্রায় ৮১ হাজার ভোটে জেতা আসনে তৃণমূল জয়ের ব্যাপারে চূড়ান্ত আত্মবিশ্বাসী। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে জেরবার। ‌আইএসএফও সুবিধাজনক জায়গায় নেই। যদিও আইএসএফের জেলা সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'ওই কেন্দ্রে গত নির্বাচনে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। আমরা সাংগঠনিকভাবে পূর্ণশক্তি নিয়ে উপনির্বাচনের লড়াই করব।'


#West Bengal By election# Rabiul Islam# TMC# By Polls# Election# By Poll Candidate#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সাগরে আরও শক্তি বাড়াচ্ছে ডানা! ফুঁসছে শেষ আঘাত আনার আগে, দেখুন কোথায় আছে ঘূর্ণিঝড়...

কয়েক মিনিটের ওলটপালট করা ঝড়, ডুবল একের পর এক নৌকো...

দফায়, দফায় বৈঠক আধিকারিকদের সঙ্গে, খোলা হল কন্ট্রোল রুম, ডানা মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন...

'ডানা'-র ভয়ে একদিনে সৈকত শহর ছাড়লেন ২৫ হাজার পর্যটক! প্রতি ১০ সেকেন্ডে সমুদ্রে উঠছে তিন-চারগুণ ঢেউ, ফুঁসছে মা...

চাউমিন দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়েছিল তিনজন, ঝোপের ধারে মিলল নাবালিকার দেহ...

ডানা নিয়ে সতর্ক প্রশাসন, দিঘা -মন্দারমণির সব হোটেল খালি করতে হবে বুধবারের মধ্যেই ...

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর, চাঞ্চল্য ধূপগুড়িতে...

আসছে ঘূর্ণিঝড় ডানা, সতর্কতা হিসেবে ৪২টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণপূর্ব রেল...

স্বাস্থ্যসাথী কার্ডে নয়া নজির, জেলার হাসপাতালে প্রথম কিডনি প্রতিস্থাপন রাজ্যে...

সুন্দরবন এলাকায় ডানা কত জোরে ঝাপটা মারবে? বুঝে নিতে জরুরি বৈঠকে মন্ত্রী...

আসছে ঘূর্ণিঝড় ‌‘‌ডানা’!‌ কবে ল্যান্ডফল?‌ দুর্যোগে বাংলার কতটা ক্ষতি হতে পারে জানুন ক্লিক করে ...

নৈহাটিতে বাম প্রার্থী সিপিআই (এম এল) লিবারেশনের, শরিক পিছু একটি করে আসন বরাদ্দ প্রার্থী তালিকায় ...

আসছে ‘‌দানা’‌, সতর্ক প্রশাসন, জারি একাধিক নির্দেশিকা...

বিয়ে করব বলে গৃহবধূকে ডেকে এনে ক্ষুর মেরে পালাল প্রেমিক...

রাজ্যের উদ্যোগে শুরু হল আবাস যোজনার সমীক্ষার কাজ...



সোশ্যাল মিডিয়া



10 24