রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ অক্টোবর ২০২৪ ২১ : ৫৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রত্যাশা মতোই বুধবার মনোনয়নপত্র জমা দিলেন উপনির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। এদিন তিনি বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের অন্য পাঁচ বিধানসভার সঙ্গে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্র থেকে ২০১৬ ও ২০২১ সালে পরপর দু'বার তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সদ্যপ্রয়াত হাজি নুরুল ইসলাম। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে দল হাজি নুরুলকে প্রার্থী করে। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। সংসদীয় রীতি অনুযায়ী নয়াদিল্লিতে সাংসদ হিসেবে শপথগ্রহণের আগে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তারপর থেকে হাড়োয়া বিধানসভা বিধায়কহীন ভাবে রয়েছে। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন হাড়োয়া-সহ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। উপনির্বাচনে হাজি নুরুলের মেজো ছেলে শেখ রবিউল ইসলামকে তৃণমূল প্রার্থী করেছে।
বুধবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রবিউল বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান। সঙ্গে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মনোনয়নপত্র জমা দিয়ে বেরোনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রবিউল বলেন, 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবক। দুঃসময়ে তাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজ মনোনয়নপত্র জমা দিলাম। আশা করছি, হাড়োয়ার মানুষ আমাকে আশীর্বাদ করবেন। ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই আমি মানুষের জন্য কাজ করব।'
প্রসঙ্গত, হাড়োয়ায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাজি নুরুল ইসলাম ৮০ হাজার ৯৭৮ ভোটে জয়লাভ করেছিলেন। ওই কেন্দ্রে আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন বিশ্বাস দ্বিতীয় স্থানে ছিলেন। এবারের নির্বাচনেও আইএসএফ লড়াই করছে। আইএসএফ প্রার্থী মহম্মদ পিয়ারুল ইসলামকে বামেরা সমর্থন করবে বলে জানিয়েছে। প্রার্থী দিয়েছে বিজেপিও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের লড়াই নাম কা ওয়াস্তে। ২০২১ সালে প্রায় ৮১ হাজার ভোটে জেতা আসনে তৃণমূল জয়ের ব্যাপারে চূড়ান্ত আত্মবিশ্বাসী। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে জেরবার। আইএসএফও সুবিধাজনক জায়গায় নেই। যদিও আইএসএফের জেলা সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'ওই কেন্দ্রে গত নির্বাচনে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। আমরা সাংগঠনিকভাবে পূর্ণশক্তি নিয়ে উপনির্বাচনের লড়াই করব।'
নানান খবর
নানান খবর

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?