বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ অক্টোবর ২০২৪ ২১ : ৫৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রত্যাশা মতোই বুধবার মনোনয়নপত্র জমা দিলেন উপনির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। এদিন তিনি বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের অন্য পাঁচ বিধানসভার সঙ্গে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্র থেকে ২০১৬ ও ২০২১ সালে পরপর দু'বার তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সদ্যপ্রয়াত হাজি নুরুল ইসলাম। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে দল হাজি নুরুলকে প্রার্থী করে। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। সংসদীয় রীতি অনুযায়ী নয়াদিল্লিতে সাংসদ হিসেবে শপথগ্রহণের আগে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তারপর থেকে হাড়োয়া বিধানসভা বিধায়কহীন ভাবে রয়েছে। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন হাড়োয়া-সহ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। উপনির্বাচনে হাজি নুরুলের মেজো ছেলে শেখ রবিউল ইসলামকে তৃণমূল প্রার্থী করেছে।
বুধবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রবিউল বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান। সঙ্গে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মনোনয়নপত্র জমা দিয়ে বেরোনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রবিউল বলেন, 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবক। দুঃসময়ে তাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজ মনোনয়নপত্র জমা দিলাম। আশা করছি, হাড়োয়ার মানুষ আমাকে আশীর্বাদ করবেন। ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই আমি মানুষের জন্য কাজ করব।'
প্রসঙ্গত, হাড়োয়ায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাজি নুরুল ইসলাম ৮০ হাজার ৯৭৮ ভোটে জয়লাভ করেছিলেন। ওই কেন্দ্রে আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন বিশ্বাস দ্বিতীয় স্থানে ছিলেন। এবারের নির্বাচনেও আইএসএফ লড়াই করছে। আইএসএফ প্রার্থী মহম্মদ পিয়ারুল ইসলামকে বামেরা সমর্থন করবে বলে জানিয়েছে। প্রার্থী দিয়েছে বিজেপিও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের লড়াই নাম কা ওয়াস্তে। ২০২১ সালে প্রায় ৮১ হাজার ভোটে জেতা আসনে তৃণমূল জয়ের ব্যাপারে চূড়ান্ত আত্মবিশ্বাসী। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে জেরবার। আইএসএফও সুবিধাজনক জায়গায় নেই। যদিও আইএসএফের জেলা সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'ওই কেন্দ্রে গত নির্বাচনে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। আমরা সাংগঠনিকভাবে পূর্ণশক্তি নিয়ে উপনির্বাচনের লড়াই করব।'
#West Bengal By election# Rabiul Islam# TMC# By Polls# Election# By Poll Candidate#
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

মায়েদের স্তন্যদানের ঘরে মদ্যপদের আড্ডা, বেহাল অবস্থা ধূপগুড়ি বাস টার্মিনাসের ...

কোচবিহারে ভয়াবহ দুর্ঘটনা, বাস ও বিএসএফের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল এক জওয়ানের ...

জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে এলপিজি ট্যাঙ্কার, স্তব্ধ যান চলাচল ...

চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কোচবিহারে...

কোনারক সূর্য মন্দিরেও মেলে না দেখা, মুর্শিদাবাদে রয়েছে সেই মূর্তি! কোথায় জানুন ...

মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সেও প্রথম জামবাদের দেবদত্তা...

আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল সোনার দোকান, জখম তিন কর্মী ...

বিএসএফ-এর পোষাকে নকল বন্দুক নিয়ে পাচারের চেষ্টা, মোষ-সহ আটক তিন ...

মেয়ের জন্মদিন পালনের টাকাটুকুও নেই, অন্যের বাড়ির টিভি, ঘটি-বাটি চুরি করল যুবক, শেষ পর্যন্ত যা হল পরিণতি...

দুর্ঘটনার কবলে কনভয়ে, আহত মহিলা নিরাপত্তারক্ষী, কেমন আছেন অনুব্রত?...

ঠান্ডায় ধরে রাখা যাচ্ছে না কলম, পরীক্ষাকেন্দ্রে লাগানো হল রুম হিটার ...

পাখির খাবার কিনতে গিয়ে মুদি দোকানীর হাতে শ্লীলতাহানীর শিকার নাবালিকা, ধৃত এক...

রিষড়ায় রবার কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল

পেট্রাপোল বন্দরে বাংলাদেশি গবেষকের ডলার ছিনতাই, গ্রেপ্তার দুষ্কৃতী...

রেশন দোকানে কাজ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া, রিষড়ায় যুবক খুনের ২৮ দিনের মাথায় গ্রেপ্তার প্রতিবেশী বন্ধু...