আজকাল ওয়েবডেস্ক : টানা ১৫ দিন ধরে উত্তরাখণ্ডের টানেলে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাদের কাছে এটা আরও খারাপ খবর যে দৈত্যকার খননের মেশিনটি খারাপ হয়ে গিয়েছে। আর এবার ফের একবার মানুষের হাত দিয়েই রক্ষা পাবেন এই ৪১ জন মানুষ। আগামী ক্রিসমাসের আগে হয়তো আটকে থাকা শ্রমিকরা ঘরে ফিরতে পারবেন না। সাফ জানিয়ে দিয়েছেন উদ্ধারকার্যের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ অধ্যাপক আর্নল্ড ডিক্স। এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে খননের কাজ শুরু হয়নি। তবে যদি খননের কাজ শুরুও হয় তবে এই কাজ শেষ হতে সময় লাগবে বেশ কয়েকদিন। হয়তো বেশ কয়েক সপ্তাহ। টানা ৩৬০ ঘন্টা ধরে আটকে রয়েছেন যে শ্রমিকরা তাদের কাছে এটা মোটেই সুখের কথা নয়। ইতিমধ্যেই তাদের কাছে আলো, অক্সিজেন, খাবার, জল এবং ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানান, খননযন্ত্রের ভেঙে যাওয়া অংশটি আগে কেটে বের করা হবে তারপরই শুরু হবে মূল খননের কাজ। প্রতিটি শ্রমিকের জন্য বরাদ্দ হিসাবে ৪১ টি অ্যাম্বুলেন্স টানেলের বাইরে রেখে দেওয়া হয়েছে। আটকে পড়া শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন উদ্ধারকারীরা।
