আজকাল ওয়েব ডেস্ক: চারিদিকে দূষণ, অনিয়ন্ত্রিত জীবনধারা, কাজের চাপে ইদানীং ত্বকের বেহাল দশা। সঙ্গে রয়েছে ব্রণ সমস্যা। কিশোর থেকে যৌবন কিংবা মধ্যবয়সেও মিলছে না ব্রণর হাত থেকে মুক্তি। কারণ যাই হোক না কেন, ব্রণ হলে যে ত্বকের জেল্লায় ছেদ পড়ে তা বলাই বাহুল্য। শুধু আমজনতা নয়, ব্রণর সমস্যায় জেরবার হন তারকারাও। ক্যামেরার সামনে আসার জন্য তাঁদের বেশ কসরতও করতে হয়। রাতারাতি ব্রণ কমাতে দেওয়া হয় ইনজেকশনও। তবে সেই সব ট্রিটমেন্ট বেশ খরচ সাপেক্ষ, যা আমজনতার পক্ষে করা সম্ভব নাও হতে পারে। কিন্তু জানেন কি ঘরোয়া উপাদান দিয়ে তৈরি একটি ফেসওয়াশেই মিলতে পারে সমাধান। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-

ঘরোয়া এই ফেসওয়াশ তৈরির জন্য প্রথমে ১৫-২০টি নিমপাতা ভাল করে ধুয়ে পেস্ট বানিয়ে নিন। এবার সেই পেস্ট ছেঁকে রস বের করতে হবে। ওই মিশ্রণে একে একে এক-দু চামচ অ্যালোভেরা জেল, এক চামচ মধু, ৪-৫ চামচ গোলাপ জেল এবং শেষে মেশাতে হবে বেবি ওয়াশ।

মিশ্রণটি হাতে ভাল করে মিশিয়ে ফেনা করে মুখ ধুয়ে নিন। নিমপাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যা ব্রণর সমস্যা কমায়। সঙ্গে রয়েছে মধু যা ত্বককে টানটান ও সতেজ রাখে। অ্যালোভেরা জেল ত্বকের হাইড্রেশনের জন্য জরুরি। গোলাপ জলও ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। যার ফলে ব্রণ কমে যায়। নতুন করে আর ব্রণ হয় না।