আজকাল ওয়েবডেস্ক: অন্যের জমিতে গিয়ে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নিশ্চিন্তপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম সুবল মন্ডল (৫৮) । তাঁর বাড়ি নিশ্চিন্তপুর গ্রামে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, বরবিবার সকাল থেকে অন্যান্য দিনের মতোই সুবল নিজের বাড়ির কাছে একটি মাঠে ছাগল চরাচ্ছিলেন। সেই সময় তাঁর দু'টি ছাগল পাশেই বিশ্বনাথ নাম এক ব্যক্তির জমিতে চলে যায় এবং সেখানে গিয়ে ঘাস খেতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিবাদের সময় বিশ্বনাথ এবং তার সঙ্গে থাকা আরও দু-একজন হঠাৎই সুবলকে লাঠি এবং লোহার রড দিয়ে মারতে থাকে।
গুরুতর আহত অবস্থায় সুবল মণ্ডল ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। কিন্তু কিছুদূর হেঁটে যাওয়ার পরে তিনি রাস্তাতেই পড়ে যান। এরপর আশেপাশে থাকা গ্রামবাসীরা সুবলকে উদ্ধার করে বহরান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
