শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ অক্টোবর ২০২৪ ১৪ : ৫৪Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: ডার্বি রেকর্ড অটুট। লাল হলুদ, সবুজ মেরুন জার্সিতে কোনও বড় ম্যাচ হারেননি। কলকাতা ডার্বিতে অপরাজেয় তকমা রয়েছে ডগলাস সিলভার। বর্তমানে শহরের একটি ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ব্রাজিলীয় তারকা। কলকাতায় থেকেও যুবভারতীতে ডার্বি দেখতে যাবেন না, এটা অসম্ভব। সেই প্রিয় মাঠ, যে সবুজ গালিচায় একসময় দাপিয়ে বেরিয়েছেন। একের পর এক বড় ম্যাচ জিতেছেন। শনিবাসরীয় সন্ধেয় যুবভারতীতে আইএসএলের প্রথম ডার্বির সাক্ষী থাকবেন ডগলাস। তবে হৃদয় এবং মস্তিষ্কের টানাপোড়েনের মধ্যে রয়েছেন একসময়ের ময়দান কাঁপানো বিদেশি। মন চাইছে ইস্টবেঙ্গল, মগজ বলছে মোহনবাগান। শেষপর্যন্ত কাকে এগিয়ে রাখছেন? ডগলাস বলেন, 'এই মুহূর্তে মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে কিছুটা এগিয়ে। কারণ মহমেডানের বিরুদ্ধে আগের ম্যাচ জিতেছে। কোচ গেম প্রতি স্ট্র্যাটেজি সাজাচ্ছে। মহমেডানের বিরুদ্ধে যেভাবে ৩-০ গোলে জিতেছে, সেই সিস্টেম মোহনবাগানের জন্য আদর্শ। কারণ ওদের ভাল মানের ফুটবলার রয়েছে। ইস্টবেঙ্গলের এই পরিস্থিতির জন্য আমরা জানি না ওরা কিভাবে খেলবে।'
শুক্রবার সাংবাদিক সম্মেলনে অন্তর্বতী কোচ বিনো জর্জ জানান, ডার্বি থেকেই জয়ের সরণিতে ফিরতে চায় ইস্টবেঙ্গল। অর্থাৎ তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে। কিন্তু ডগলাসের মতে, এমন স্ট্র্যাটেজি নিলে বিপদে পড়বে লাল হলুদ। তিনি মনে করেন, বিপক্ষকে মেপে নিয়ে কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলা উচিত ইস্টবেঙ্গলের। এই প্রসঙ্গে ডগলাস বলেন, 'আমি হলে কিছুটা রক্ষণাত্মক মনোভাব নিয়েই শুরু করতাম। কাউন্টার অ্যাটাক ভিত্তিক খেলতাম। কিন্তু ইস্টবেঙ্গল যদি মোহনবাগানকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে আক্রমনাত্মক ফুটবল খেলে, তাহলে সমস্যায় পড়বে। কারণ ওদের দল এখনও সংগঠিত নয়। কম্প্যাক্ট ফুটবল খেলতে পারছে না। লাইনের মাঝে ফাঁক থাকছে। এর ফলে প্রতিপক্ষ সুবিধা পেয়ে যাচ্ছে। ইস্টবেঙ্গল কমপ্যাক্ট ফুটবল খেললে, ওদের জন্যই ভাল হবে। স্টুয়ার্টকে মাঝমাঠে আটকাতে হবে। ম্যাকলারেন সবে খেলা শুরু করেছে। ধীরে ধীরে ফিট হয়ে উঠছে। পেনাল্টি বক্সে ও খুব বিপজ্জনক প্লেয়ার। সবসময় গোল করার জন্য তৈরি। আমার মতে ইস্টবেঙ্গলের রক্ষণাত্মক ফুটবল খেলা উচিত। অলআউট যাওয়ার মানেই হয় না। শূন্য পয়েন্টের থেকে এক পয়েন্ট ভাল।' ছন্দে নেই গত দুই মরশুমে লাল হলুদের সেরা ফুটবলার ক্লেইটন সিলভা। গোল পাচ্ছেন না। কীভাবে কাটতে পারে দেশওয়ালি ভাইয়ের গোলের খরা, বাতলে দিলেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা। ডগলাস বলেন, 'দলে ক্লেইটনের মতো একজন গোলদাতা আছে। সবাই বলছে ও কেন গোল করতে পারছে না। ও গোল পাচ্ছে না কারণ মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে বাকিদের কাটিয়ে গোল করা ওর পক্ষে আর সম্ভব নয়। ওর সাপোর্ট দরকার। দুই উইং থেকে, মাঝমাঠ থেকে বল পেতে হবে। তবে এটাই ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় সমস্যা। ডিফেন্সিভ মিডফিল্ডের সঙ্গে আক্রমণভাগের বড় গ্যাপ তৈরি হচ্ছে। ক্লেইটন বল পেলেও কেউ সাপোর্টে আসছে না। এই ম্যাচে কোনও ভুল করার জায়গা নেই ইস্টবেঙ্গলের। আশা করব উন্নত মানের ফুটবল হবে।'
ডার্বির ভোরে শহরে হাজির হয়েছেন ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ অস্কার ব্রুজো। ডাগআউটে থাকবেন কুয়াদ্রাতের উত্তরসূরি। এর প্রভাব ম্যাচে কতটা পড়তে পারে? ডগলাস বলেন, 'কোচ প্লেয়ারদের সঙ্গে কথা বলতে পারে। কোচ ফুটবলারদের ভুল শুধরে দিতে পারে। কোচ প্লেয়ারদের মোটিভেট করতে পারে। এছাড়া এই মুহূর্তে কোচের কিছু করার জায়গা নেই। ট্যাকটিক্যালি কোনও পার্থক্য গড়ে দিতে পারবে না। ও সবে এসেছে। গ্যালারি বা ডাগআউটে থাকতেই পারে। দলে কয়েকটা পরিবর্তন করতে পারে। কারণ নিশ্চয়ই ইস্টবেঙ্গলের কয়েকটা ম্যাচ দেখেছে। কিন্তু এটা ছাড়া ডার্বিতে ও কিছু করতে পারবে না। তবে কোচের উপস্থিতিতে প্লেয়াররা আরও বেশি করে উদ্বুদ্ধ হতে পারে। ফুটবলাররা আগের থেকেও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। কারণ তাঁরা নতুন কোচের সামনে নিজেদের প্রমাণ করতে চাইবে। সবাই জানে এই ম্যাচের পারফরম্যান্স গোটা মরশুমের জন্য একজন ফুটবলারের ভবিষ্যৎ সুনিশ্চিত করে দিতে পারে।' বিদেশি তারকার ক্ষেত্রে গত কয়েক মরশুমকে ছাপিয়ে যাচ্ছে এবারের ডার্বি। দুই দলে সুপারস্টারের ছড়াছড়ি। মোহনবাগানে যেমন আছেন জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট, ইস্টবেঙ্গলও কম যায় না। রয়েছেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস, ক্লেইটন সিলভা, মাদি তালাল, সল ক্রেসপো। তারকাদের লড়াইয়ে ইস্ট-মোহনের দুই তারকাকে বাছতে হলে, কাদের বাছবেন কলকাতা ডার্বির এককালীন নায়ক? ডগলাস জানান, 'এই মুহূর্তে যেভাবে মোহনবাগান খেলছে, আমি ম্যাকলারেনকে বেছে নেব। ওর সঙ্গে আমি ব্যারেটোর মিল খুঁজে পাচ্ছি। যখন ও নিজের সেরা ছন্দে ছিল। তবে ক্লেইটন যদি বল পায়, ও বিপজ্জনক প্রতিপন্ন হতে পারে। কারণ ও দুই পায়েই গোল করতে পারে। তারওপর ভারতীয় ফুটবলে, ডার্বিতে কীভাবে খেলতে হয় ও ম্যাকলারেনের থেকে বেশি জানে। ম্যাকলারেন সবে এসেছে। তবে ও গোল স্কোরার। দুই দল থেকে নির্দিষ্ট একজনকে বেছে নেওয়া খুব কঠিন। তবে এই দু'জনের দিকে নজর রাখতে হবে। তবে ক্লেইটন ওর সতীর্থদের ওপর নির্ভরশীল। কিন্তু মোহনবাগান যে স্টাইলে খেলছে, এই মুহূর্তে ক্লেইটনের থেকে সুবিধাজনক জায়গায় রয়েছে ম্যাকলারেন।' ক্লেইটন না ম্যাকলারেন? পুরোনো তারকার প্রত্যাবর্তন দেখবে শনিবাসরীয় যুবভারতী? নাকি ময়দানি প্রথা অনুযায়ী নতুন তারকার জন্ম দেবে ডার্বি?
#Mohun Bagan#East Bengal#ISL Derby#Douglas Silva
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
তারকাদের আলাদা হোটেলে থাকার অনুমতি নিয়ে প্রশ্ন, নিয়ম না মানলে বাদ পড়তে হবে আইপিএল থেকে...
বিজয় হাজারেতে না খেলার কোপ পড়তে পারে তারকা ক্রিকেটারের ওপর...
খেলরত্ন পুরস্কার পেলেন মনু ভাকের, হরমনপ্রীত সিংরা, রাষ্ট্রপতি ভবনে চাঁদের হাট...
চোট পাচ্ছেন একের পর এক পেসার, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তুমুল চাপে প্রোটিয়ারা...
ঘরোয়া ক্রিকেট না খেলে দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন এই তারকা ক্রিকেটার, বোর্ড রেগে লাল...
লন্ডনে সারছেন রিহ্যাব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক ওপেনারকে পাওয়ার বিষয়ে আশাবাদী পিসিবি ...
মিটল সমস্যা, ভিসা পেলেন পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের তারকা...
ইংল্যান্ড সফরের আগে চূড়ান্ত প্রস্তুতি, সিরিজে নামার আগে এই দলের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত...
বিচ্ছেদ জল্পনা চহাল-ধনশ্রীর! কত টাকা খোরপোশ দিতে হবে তারকা ক্রিকেটারকে? ...
আকাশছোঁয়া গড়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের সমস্যায় ফেলে দিলেন উপেক্ষিত তারকা ...
রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান! অভিযোগে অসন্তুষ্ট কামিন্স...
তাঁকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছিল, কিন্তু শেষমেশ বাদ পড়তে হল, কেন? ...
পাকিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, জেনে নিন তাঁর মূল্য ...
ইন্ডিয়া ওপেনে 'লক্ষ্য'চ্যুত প্রণয়-প্রিয়াংশুরা, আশা জাগালেন অনুপমা ...
গম্ভীরকে নিয়োগের প্রক্রিয়া ভুল! রোহিত-কোহলির ওপর অবসরের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত, জানালেন কিরমানি...