নিজস্ব সংবাদদাতা: এক সময়ের টিআরপি টপার 'অনুরাগের ছোঁয়া' আজও দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। বরাবরই দর্শকের চোখে পছন্দের জুটি হিসাবে রয়েছে সূর্য-দীপা। কিছুদিন আগেই বেশকিছু বছর এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প। বড় হয়ে গিয়েছে সোনা, রূপা। কিন্তু দুই মেয়েই মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছে।
ধারাবাহিকে সোনাকে অনেক আগেই দেখানো হয়েছিল তবে সম্প্রতি ধারাবাহিকে দেখা গিয়েছে রূপাকে। আর এই চরিত্রে অভিনয় করছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই সামনে এনেছিল। রূপাকে দেখেই অবাক হয়েছেন দর্শক। কারণ গল্পে দেখানো হচ্ছে সে অন্ধ। জানা যাচ্ছে ৫ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টি হারিয়ে ফেলে রূপা।
এদিকে ঘটনাচক্রে দীপা রেস্টুরেন্টে ফেরার সময় সেখানে দেখতে পায় চারুকে। চারু দীপার কাছে এসেছিল নিজের দুঃখ ভাগ করে নেবে বলে। চারু বলে, সে ওলির জন্য সবকিছু করতে পারে। তাকে ভালবেসেই চারু একজন বিবাহিত মানুষের সাথে থাকতে অবধি রাজি ছিল। কিন্তু দরকারের সময় তাকেই সবাই দূরে ঠেলে দিল। চারুর এই কথা শুনে দীপার মনে সন্দেহ হয়।
সম্প্রতি, মুক্তি পেয়েছে 'অনুরাগের ছোঁয়া'র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, সোনা এসে দীপাকে জানায় যে তার বাবা বিয়ে করছে। সোনার এই পরিণতির জন্য দীপাকেই দায়ি করে সে। বলে, তাকে মা বলে ডাকতেও নাকি ইচ্ছে হয় না। কীভাবে মেয়ের ঘৃণা, ভালবাসায় পরিণত করবে দীপা? এই উত্তর মিলবে ধারাবাহিকের মহাপর্বে।
