বুধবার ১৬ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | লক্ষ্মীপুজোর সকালে গুলির আওয়াজ, রাস্তায় পড়ে রক্তাক্ত দেহ, খুন ব্যবসায়ী

দেবস্মিতা | ১৬ অক্টোবর ২০২৪ ১০ : ০৫Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীপুজোর সকালে বেরিয়েছিলেন হাঁটতে, বাজির শব্দে পিছন ফিরতেই দেখলেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বন্ধু। মর্মান্তিক খুনের ঘটনা বহরমপুরের নাথপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যবসায়ীর নাম প্রদীপ দত্ত। বয়স ৫২ বছর। তাঁর বাড়ি গোয়ালজান নিয়াল্লিশপাড়া এলাকায়। 

 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও কয়েকজন বন্ধুর সঙ্গে প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন প্রদীপ দত্ত। প্রদীপবাবু দ্রুত হাঁটতে শুরু করলে তাঁর বন্ধুরা কিছুটা পিছিয়ে পড়েন। তিনি যখন নাথপাড়া এলাকার কাছাকাছি ছিলেন সেই সময়ে দু'জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রদীপবাবুকে স্থানীয় গীতারাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহটি ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

 

মৃত ব্যক্তির একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। এছাড়াও তিনি কনট্রাক্টরি ব্যবসা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, বছর চারেক আগেও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রদীপবাবু। তিনি তৃণমূল কংগ্রেসের বহরমপুর (পশ্চিম) ব্লকের সহ-সভাপতি পদে ছিলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য এবং ওই এলাকার বাসিন্দা রাজীব হোসেন বলেন, শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর প্রদীপবাবু তৃণমূলের হয়ে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি মূলত নিজের ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। তাই কী কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে।

 

 

অন্যদিকে মন্টু দেবনাথ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে একসঙ্গে প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন তাঁরা।সেইসময় প্রদীপবাবু কিছুটা এগিয়ে যান। এর কিছুক্ষণ পর দু'জন ব্যক্তি হেলমেটে মুখ ঢেকে একটি বাইক করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে চম্পট দেয়। প্রথমে ভেবেছিলেন কেউ বাজি ফাটাচ্ছে। পরে দেখতে পান প্রদীপবাবু রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। 

 

 

 

বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে কেউ এখনও গ্রেপ্তার হয়নি। খুব শীঘ্রই দোষীদের ধরা হবে। 


#Berhampur murder#লক্ষ্মীপুজোর সকালে চলল গুলি#বহরমপুরে ব্যবসায়ী খুন



বিশেষ খবর

নানান খবর

দূর হোক অনটন, দূর হোক ক্লেশ, ঘরে আসুক লক্ষ্মী, দুর্দিন হোক শেষ! কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা #LakshmiPuja #SharadPurnima #KojagariPurnima #MaaLakshmi #LakshmiMata #HappyLakshmiPuja

নানান খবর

উত্তর ২৪ পরগণার দুই কেন্দ্রেই আত্মবিশ্বাসী তৃণমূল, বিরোধীরা হাতড়ে বেড়াচ্ছে  আরজি কর ...

লক্ষ্মী পুজোয় প্রবল দুর্যোগ জেলায় জেলায়, বিকেল গড়াতেই ঝেঁপে বৃষ্টি, সঙ্গে মেঘের গর্জন-বজ্রপাত...

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শুরু করে দিতে হবে সাংগঠনিক প্রস্তুতি, বিজয়া সম্মিলনী থেকে দলের নেতাকর্মীদের বার্...

অভিযোগ ছিনতাই-শ্লীলতাহানির, স্বরূপনগরে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ...

রোগী মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ...

বাবা-মা ভালোবাসে না, বালকের মুখে একথা শুনে বাড়ি নিয়ে এলেন দম্পতি, শেষে পরিচয় জেনে চমকে উঠলেন...

ফরাক্কার নাবালিকা খুনে অভিযুক্তের পুলিশি হেফাজত, নাবালিকার ময়নাতদন্ত শেষ...

লক্ষ্মীপুজোয় দুর্যোগের ঘনঘটা, একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে? ...

সক্রিয় মাদক পাচারকারীরা, সক্রিয় পুলিশ, মুর্শিদাবাদে উদ্ধার কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ...

সামান্য টাকা দিলেই মিলছে দামী গাছ কাটার অনুমতি, তদন্তর নির্দেশ ডিএফও-র, ক্ষুব্ধ বনমন্ত্রীও...

মর্মান্তিক দুর্ঘটনা, শতাধিক গ্রামবাসীর প্রাণ বাঁচিয়ে নদীগর্ভে তলিয়ে গেলেন সিভিক ভলান্টিয়ার...

অক্ষত এটিএম, গায়েব ৯ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?‌

ডুবন্ত অবস্থায় শিশুকে উদ্ধার করেও তলিয়ে গেলেন যুবক, শোকের ছায়া হুগলিতে...

ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত পাঁচ...

পুজোর চারদিনে শুধু শিয়ালদা ডিভিশনে কত টিকিট বিক্রি করল পূর্ব রেল? হিসেব শুনলে চমকে উঠবেন...



সোশ্যাল মিডিয়া



10 24