রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৬ অক্টোবর ২০২৪ ১০ : ০৫Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীপুজোর সকালে বেরিয়েছিলেন হাঁটতে, বাজির শব্দে পিছন ফিরতেই দেখলেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বন্ধু। মর্মান্তিক খুনের ঘটনা বহরমপুরের নাথপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যবসায়ীর নাম প্রদীপ দত্ত। বয়স ৫২ বছর। তাঁর বাড়ি গোয়ালজান নিয়াল্লিশপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও কয়েকজন বন্ধুর সঙ্গে প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন প্রদীপ দত্ত। প্রদীপবাবু দ্রুত হাঁটতে শুরু করলে তাঁর বন্ধুরা কিছুটা পিছিয়ে পড়েন। তিনি যখন নাথপাড়া এলাকার কাছাকাছি ছিলেন সেই সময়ে দু'জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রদীপবাবুকে স্থানীয় গীতারাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহটি ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত ব্যক্তির একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। এছাড়াও তিনি কনট্রাক্টরি ব্যবসা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, বছর চারেক আগেও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রদীপবাবু। তিনি তৃণমূল কংগ্রেসের বহরমপুর (পশ্চিম) ব্লকের সহ-সভাপতি পদে ছিলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য এবং ওই এলাকার বাসিন্দা রাজীব হোসেন বলেন, শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর প্রদীপবাবু তৃণমূলের হয়ে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি মূলত নিজের ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। তাই কী কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে।
অন্যদিকে মন্টু দেবনাথ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে একসঙ্গে প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন তাঁরা।সেইসময় প্রদীপবাবু কিছুটা এগিয়ে যান। এর কিছুক্ষণ পর দু'জন ব্যক্তি হেলমেটে মুখ ঢেকে একটি বাইক করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে চম্পট দেয়। প্রথমে ভেবেছিলেন কেউ বাজি ফাটাচ্ছে। পরে দেখতে পান প্রদীপবাবু রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন।
বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে কেউ এখনও গ্রেপ্তার হয়নি। খুব শীঘ্রই দোষীদের ধরা হবে।
#Berhampur murder#লক্ষ্মীপুজোর সকালে চলল গুলি#বহরমপুরে ব্যবসায়ী খুন
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...
মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...
স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...
সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...
পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...
বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...