আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীপুজোর দিন সকালবেলায় চড়া রোদ, কোথাও আংশিক মেঘলা আকাশ। আর কিছুক্ষণের মধ্যে বেলা গড়ালেই বদলাবে আকাশের চেহারা। ধূসর মেঘে ঢাকবে আকাশ। সঙ্গে ঝেঁপে বৃষ্টি। বর্ষা বিদায় নিলেও উৎসবের আবহে বৃষ্টি পিছু ছাড়বে না। আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং নদিয়া জেলার কিছু অংশে৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আজ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। 

 

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পাশাপাশি ঘূর্ণাবর্ত অক্ষরেখা, দুইয়ের প্রভাবে চলতি সপ্তাহ জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়, মূলত উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। 

 

অন্যদিকে আজ, উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।