মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | উৎসবের মরশুমে ম্যাজিক দেখাবে 'হইচই'! মিমি, স্বস্তিকা থেকে শুরু করে পরীমণি, থাকছে আর কোন তারকার জাদু? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৫ অক্টোবর ২০২৪ ১৩ : ২৮Snigdha Dey


নিজস্ব সংবাদদাতা: উৎসবের মরশুমে সুখবর নিয়ে হাজির ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'। বছর শেষের আগেই একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির 'হইচই'। থ্রিলার থেকে প্রেম থাকছে সবকটি স্বাদের ছোঁয়া। এক নজরে দেখে নিন নতুন কোন সিরিজ থাকছে এই তালিকায়।


তালমার রোমিও জুলিয়েট 


ব্যোমকেশের পরে ফের একবার ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য্য। সিরিজের নাম, 'তালমার রোমিও জুলিয়েট'। শেক্সপিয়ারের অমলিন 'রোমিও জুলিয়েট'-কে যদি এনে ফেলা যায় 'তালমা' নামের কাল্পনিক শহরে? জীবনের ওঠাপড়া মিলিয়ে প্রেম, প্রেমের বাইরেও জীবনযুদ্ধের গল্প বলবে 'তালমার রোমিও জুলিয়েট'।
 

ডাইনি 


'হইচই'-এ দ্বিতীয়বার নতুন ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন মিমি চক্রবর্তী। নতুন এই সিরিজের নাম 'ডাইনি'। দুই বোন জড়িয়ে পড়ে একটি ডাকিনীতন্ত্রের প্যাঁচে। নির্ঝর মিত্রের পরিচালনায় নতুন এই ওয়েব সিরিজ বলবে লড়াই এবং সেই জীবনের ওঠাপড়া থেকে বেঁচে ফিরে আসার গল্প। এই সিরিজের মাধ্যমে প্রথমবার ওয়েব জগতে পা রাখছেন ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাস। 


বিষহরি 


এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে শোলাঙ্কি রায়কে। থাকছেন রাজনন্দিনী পালও। নাগপঞ্চমীর রাতে বহু প্রাচীন একটি শাপের সত্যতা নিয়ে প্রশ্ন করে বসে নববধূ রাজনন্দিনী। পরিবারের কোন গোপন সত্যিকে লুকিয়ে রাখতে চাইছেন শোলাঙ্কি? এই গল্পে শোলাঙ্কির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রোহন ভট্টাচার্য। সিরিজটির পরিচালনা করেছেন সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তী। 


রঙ্গিলা কিতাব 


বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি ওয়েব সিরিজ 'রঙ্গিলা কিতাব'। এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে মুস্তাফিজুর নুর ও পরীমণিকে। জীবনযুদ্ধ ও একটি ক্রিমিনালের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। দর্শকদের কাছে এই সিরিজ একটি নতুন চমক হবে। 


নিকষ ছায়া 


ফিরছেন 'ভাদুড়ি মশাই' চিরঞ্জিৎ চক্রবর্তী। 'পর্ণশবরীর সাপ'-এর দ্বিতীয় ভাগ নিয়ে আসছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ভাদুড়ি মশাইয়ের নতুন এই গল্পে আগের মতোই থাকছেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়। এবার কোন রহস্য ফুটে উঠবে গল্পে? এখন সেটাই দেখার। 


কালরাত্রি 


এবার ওয়েব সিরিজে আসছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। নতুন বিয়ে আর তারপরে 'দেবী'-র জীবনের ওঠাপড়া নিয়েই এগিয়ে যাবে এই ওয়েব সিরিজের রহস্যময় গল্প। এটি মূলত একটি মার্ডার মিস্ট্রি। বিয়ের রাতেই কীভাবে বদলে যাবে তাঁর জীবন? এই নিয়েই গল্প। 


বোহেমিয়ান ঘোড়া 


অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এই ওয়েব সিরিজে একটি ট্রাক ড্রাইভারের চরিত্রে দেখা যাবে মোশারফ করিমকে। বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি এই গল্পেও দেখানো হয়েছে জীবনের ওঠাপড়ার গল্পকে।


ভূস্বর্গ ভয়ঙ্কর

ফেলুদা, তোপশে আর জটায়ু কাশ্মীরে! সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আবারও টোটা রায়চৌধুরী ফিরছেন। সঙ্গে চোখজুড়ানো কাশ্মীরী সৌন্দর্য। থাকছে ভরপুর রহস্য।