আজকাল ওয়েবডেস্ক:‌ পুজোয় মদ বিক্রির পরিমাণ এবার আরও বেড়েছে। তবে কলকাতা পুলিশ এবার ছিল আরও কড়া। মদ খেয়ে গাড়ি চালানো কিংবা মদ্যপান করে রাস্তায় বিশৃঙ্খলা করার দায়ে অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, এবার প্রায় ৩০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া বিনা হেলমেটে গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয়েছে ৭১০৯ জনকে। একটি বাইকে তিন সওয়ারি থাকায় (‌যা বেআইনি)‌ জরিমানা করা হয়েছে ৪৩৪৩ জনকে। এছাড়া বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে ৯৬৮ জনকে। মদ্যপান করে গাড়ি চালানোর জন্য আটক ও জরিমানা করা হয়েছে ৭৩৩ জনকে। এছাড়া অন্যান্য অপরাধের জন্য জরিমানা ১১৮৬ জনকে। গ্রেপ্তারির সংখ্যা প্রায় ১১৩৮।
পুজোয় বরাবরই সজাগ থাকে পুলিশ। বেগতিক দেখলেই ব্যবস্থা নেয়। এবারও তার ব্যতিক্রম হল না।