আজকাল ওয়েবডেস্ক: সংসারে অশান্তির জন্য দায়ী শ্বশুর-শাশুড়ি! অসুখী দাম্পত্যের জন্যেও দায়ী একমাত্র স্বামীই। বিয়ের ১৪ বছর পর দশেরায় শ্বশুরবাড়ির সামনেই তাঁদের ছবি দেওয়া কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ জানালেন এক তরুণী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হামিরপুর জেলায়। মুশকারা এলাকায় শ্বশুরবাড়িতেই স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদকে রাবণ বানিয়ে সেই কুশপুত্তলিকা জ্বালান প্রিয়াঙ্কা নামের এক তরুণী। এমন 'রাবণ' বধের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তরুণীর কাণ্ড সকলকে চমকে দিলেও, তাঁর সাহসকে কুর্নিশ জানিয়েছেন অনেকে।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, ১৪ বছর আগে সঞ্জীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তিনি এরপর ননদের এক বান্ধবী পুষ্পাঞ্জলির সঙ্গে সঞ্জীবের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তিনি জানতে পারেন। তিনি এও জানতে পারেন, তাঁর সঙ্গে বিয়ের আগে থেকেই পুষ্পাঞ্জলির সঙ্গে সম্পর্ক ছিল সঞ্জীবের। বিয়ের পর প্রিয়াঙ্কাকে একা রেখেই পুষ্পাঞ্জলির সঙ্গে অন্যত্র থাকতে শুরু করেন সঞ্জীব।
প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, এরপরেও শ্বশুর-শাশুড়ি কেউই হস্তক্ষেপ করেননি। এমনকী তাঁর দায়িত্ব নিতেও অস্বীকার করেছেন। টানা ১৪ বছর অশান্তির পর চলতি বছরে দশেরায় তাঁদের রাবণ বানিয়ে কুশপুত্তলিকা জ্বালান প্রিয়াঙ্কা। এমনকী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে তিনি লেখেন, 'বেটি বাঁচাও, বেটি পড়াও' উদ্যোগ নিয়েও তাঁর মতো শিক্ষিত মেয়েদের রাজ্যে এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এর জন্য বিচার চেয়েছেন তিনি।
