আজকাল ওয়েবডেস্ক: ভোটমুখী মহারাষ্ট্রে দিনে দিনে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। রাজনীতিতে জোর চর্চা বাবা সিদ্দিকির মৃত্যুর ঘটনায়। এরপর যেন আরও এক কদম বাড়ল সে রাজ্যের রাজনৈতিক সঙ্কট। সোমবার আচমকা হাসপাতালে ভর্তি শিবসেনা উদ্ধব ঠাকরে শিবিরের প্রধান উদ্ধব ঠাকরে। রিলায়েন্স হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে।
গত কয়েকবছর ধরেই জোর আলোচনা মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে। একনাথ শিন্ডে-সহ একগুচ্ছ বিধায়ক উদ্ধবের হাত ছেড়ে যোগ দেয় বিজেপি শিবিরে। আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ধব। এই পালাবদলের পর থেকেই টালমাটাল মহারাষ্ট্রের রাজনীতি। দিনে দিনে আরও একগুচ্ছ বদল এসেছে। তবে পরপর ঘটে চলা একাধিক ঘটনায় ভোটমুখী মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট নিয়ে প্রশ্ন উঠছে বারবার।
সেই জল্পনা আরও বাড়ল উদ্ধবের অসুস্থ হওয়ার ঘটনায়। হৃদযন্ত্রে সমস্যার কারণে সোমবার সকাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। বেলা বাড়তেই তা৬কে ভর্তি করা হল হাসপাতালে।
