আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিশ বিশরপুকুর এলাকা থেকে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক কার্বাইন, সেটির ম্যাগাজিন একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গেছে -ধৃত ব্যক্তির নাম শামিম বিশ্বাস। তার বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার সোনাটিকুড়ি গ্রামে। 

 

বেলডাঙা থানার এক আধিকারিক জানান- রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তারা একটি লাল রঙের মারুতি গাড়ি বিশরপুকুর এলাকার কাছে আটক করেন। এরপর ওই গাড়িটিতে তল্লাশি চালাতে উদ্ধার হয় একটি কার্বাইন। তার ম্যাগাজিন একটি দেশি বন্দুক, দুটি ৯ এমএম বন্দুকের গুলি এবং একটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি। 

 

পুলিশের ওই আধিকারিক জানান, 'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি শামিম বিশ্বাস নামে ওই ব্যক্তি সম্প্রতি বেআইনিভাবে আগ্নেয়াস্ত্রের কারবার শুরু করেছিল। ওই ব্যক্তি গতকাল রাতে নিজে গাড়ি চালিয়ে কার্বাইন, দেশি বন্দুক এবং গুলি অন্য এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য যাচ্ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগ্নেয়াস্ত্রগুলো হাত বদল হওয়ার আগেই শামিম বিশ্বাসকে আটক করে এবং বেআইনি আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করতে সফল হয়। ধৃত ব্যক্তির পুলিশ হেফাজতের আবেদন করে আজ তাকে বহরমপুর আদালতে পেশ করা হচ্ছে।'