আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে। অথচ দুর্যোগ পিছু ছাড়ছে না। চলতি সপ্তাহেও দুর্যোগের ঘনঘটা। তবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত কোনও জেলাতেই নেই। একটানা বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়ে। অর্থাৎ দুর্গাপুজোর মতো লক্ষ্মীপুজোতেও ভিজবে গোটা বাংলা। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আগামিকাল, অর্থাৎ ১৫ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নিম্নচাপ তৈরি হওয়ার সঙ্গে স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

 

আজ, সোমবার, কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্বাবনা আছে। বাকি কোনও জেলাতেই ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।