বুধবার ০৬ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Tirthankar Das | ১৩ অক্টোবর ২০২৪ ২২ : ৪৭Tirthankar
তীর্থঙ্কর দাস: শনিবার থেকেই চলছে বিসর্জন। রবিবারও ঘাটে ঘাটে সকাল থেকে চলছে মায়ের নিরঞ্জন পর্ব। ক্লাবের পুজো থেকে শুরু করে বাড়ির পুজো প্রত্যেকেই বিষন্নতা নিয়ে দুর্গাকে পাঠিয়ে দিচ্ছেন কৈলাসে। নিয়ম মতে শনিবারই হয়ে গিয়েছে দশমী। রবিবার সিঁদুর দান এবং মায়ের বরণ পালা সেরে ভাসানের প্রস্তুতি সকাল থেকেই চোখে পড়েছে গঙ্গার ঘাটে।
এরই মধ্যে ১৩ বছর বয়সী কসবার বাসিন্দা অবিশ্রান্ত নাগের হাতে তৈরি দেড় ইঞ্চি ছোট্ট দুর্গা প্রতিমা ভাসান হল রবিবার।
বাজা কদমতলা ঘাটে যখন পাড়ার প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হয় তখনই সেই পাড়ার প্রতিমার সঙ্গে ছোট্ট মূর্তিকেও বিসর্জন দেওয়া হয়। মাটি দিয়ে নিজের হাতে তৈরি করেছে এই দেড় ইঞ্চি দুর্গা প্রতিমা।