আজকাল ওয়েবডেস্ক:‌ টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হলেন নোয়েল টাটা। প্রসঙ্গত, তিনি সদ্য প্রয়াত রতন টাটার সৎ ভাই। এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে ট্রাস্টের বোর্ড নিয়েছে বলে জানা গিয়েছে।


শুক্রবার টাটা ট্রাস্টের বোর্ড মেম্বাররা বৈঠকে বসেছিলেন। যেখানে সর্বসম্মতভাবে নোয়েল টাটাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়।


এদিন এক বিবৃতিতে টাটা ট্রাস্ট জানিয়েছে, ‘‌শুক্রবার রতন টাটার স্মরণসভা ছিল। তারপর হয়েছে জরুরি বৈঠক। সেই বৈঠকে নোয়েল টাটাকে ট্রাস্টের চেয়ারম্যান বাছা হয়েছে।’‌ 
প্রসঙ্গত, টাটা সন্সের ৬৫.‌৯ শতাংশ শেয়ার রয়েছে টাটা ট্রাস্টের হাতে। আর ১২.‌৮৭ শতাংশ শেয়ার রয়েছে টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানির হাতে। আর ১৮.‌৪ শতাংশ শেয়ার রয়েছে মিস্ত্রি পরিবারের হাতে। 


প্রসঙ্গত, বুধবার ৮৬ বছর বয়সে প্রয়াত হন টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। আর শুক্রবারই বেছে নেওয়া হল তাঁর উত্তরসূরি।