আজকাল ওয়েবডেস্ক: টেনিসকে বিদায় রাফায়েল নাদালের। ডেভিস কাপের পর অবসরের কথা ঘোষণা করলেন ২২ টি গ্র্যান্ডস্লামের মালিক। একটি আবেগঘন ভিডিওর মাধ্যমে চিরতরে টেনিসকে গুডবাই জানালেন কিংবদন্তি। পেশাদার টেনিস প্লেয়ার হিসেবে ডেভিস কাপে তাঁকে শেষবার দেখা যাবে। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও বার্তার নাদাল বলেন, 'আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। সত্যি বলতে, শেষ কয়েকটা বছর একটু কঠিন ছিল। বিশেষ করে শেষ দু'বছর। এই সিদ্ধান্ত নেওয়া অবশ্যই খুবই কঠিন ছিল। সিদ্ধান্ত নিতে অনেকটা সময় লেগেছে। তবে এই জীবনে সবকিছুর শুরু এবং শেষ আছে।' 

২২টি গ্র্যান্ডস্লামের মধ্যে ১৪টি ফরাসি ওপেনে। এর পাশাপাশি এটিপি সিঙ্গলসে ৯২টি খেতাব রয়েছে। তারমধ্যে ৩৬টি মাস্টার্স খেতাব। এছাড়াও রয়েছে অলিম্পিকে স্বর্ণপদক। সিঙ্গলসে কেরিয়ার গোল্ডেন স্লাম সম্পূর্ণ করার রেকর্ড আছে। বিশ্বের অলঙ্কৃত ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম নাদাল। গত মাসে লেভার কাপে খেলেই পেশাদার টেনিস জীবনে ইতি টানার ইচ্ছা ছিল স্প্যানিয়ার্ডের। কিন্তু চোটের জন্য খেলতে পারেননি। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন। নাদালের বিদায়ে টেনিসের স্বর্ণ যুগের অবসান ঘটবে। একটি অডিও বার্তার মাধ্যমে অবসর ঘোষণা করেছিলেন রজার ফেডেরার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে টেনিসকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন রাফা। দীর্ঘ বছর কোর্টে একে অপরকে টেক্কা দেওয়া লড়াইয়ে মেতেছেন। বিদায়বেলায় সাদৃশ্য বজায় রাখলেন ফেডেরার এবং নাদাল। গত দু'বছর টানা চোটের কবলে। একাধিক টুর্নামেন্টে খেলতে পারেননি। সেই কারণেই এবার সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ২০০১ সালে পেশাদার টেনিসে হাতেখড়ি। দীর্ঘ ২৩ বছরের টেনিস জীবন। ফরাসি ওপেনের রাজা হয়ে ওঠেন। রাফাকে মিস করবে লাল সুরকির কোর্ট।