আজকাল ওয়েবডেস্ক: সূর্যকুমার যাদবের ক্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছিল ভারতকে। বুধবারের অরুণ জেটলি স্টেডিয়ামে হার্দিক পাণ্ডিয়ার দুরন্ত ক্যাচ এক দশকের সেরা ক্যাচ বলে চর্চিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।  

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খুব সহজেই জিতে নেয় ভারত। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও পকেটস্থ করে সূর্যকুমার যাদবের দল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সোশ্যাল মিডিয়ায় হার্দিক পাণ্ডিয়ার দুরন্ত ক্যাচের ছবি দিয়ে লিখেছে অ্যাথলেটিসিজমের চূড়ান্ত নমুনা। দৌড়তে দৌড়তে দুরন্ত ক্যাচ হার্দিক পাণ্ডিয়ার। 

রিশাদ ৯ বলে ৯ রানে ব্যাট করছিলেন। ম্যাচ অনেক আগেই বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গিয়েছে। বরুণ চক্রবর্তীর বলে স্লগ সুইপ মারেন রিশাদ। হার্দিক পাণ্ডিয়া দৌড়তে দৌড়তে দুরন্ত ক্যাচ ধরেন। নিজের শরীরের ভারসাম্যও রাখেন দারুণভাবে। অন্যদিক থেকে দৌড়ে আসছিলেন অভিষেক শর্মা। হার্দিক এত সুন্দর ভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেন যে অভিষেকের সঙ্গেও তাঁর ধাক্কা লাগেনি। হার্দিকের দুরন্ত ক্যাচের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এক ভক্ত লেখেন, ''খুব ভাল ক্যাচ নিয়েছে হার্দিক। কঠিন পরিশ্রম এবং ফিটনেসের পরিচয় দিয়েছে।'' 

 

?ref_src=twsrc%5Etfw">October 9, 2024

আর এক ভক্ত লিখেছেন, ''এক দশকের সেরা ক্যাচ। দৌড়তে দৌড়তে এভাবে ক্যাচ ধরা কঠিন। ক্রিকেটে এটা অনুমোদিত নয়। আমি বিশ্বাস করে উঠতে পারিছি না।''