আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনা কি কমছে? গোটা টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরানোর কথা ভাবছে আইসিসি। এরকমই কথা শোনা যাচ্ছে ক্রিকেটমহলে। 

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে ভারত খেলতে যাবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারত সরকারও এখন পর্যন্ত সবুজ সঙ্কেত দেয়নি। এই প্রেক্ষিতে মনে করা হচ্ছে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা কঠিন। তিনটি দেশের নাম শোনা যাচ্ছে যারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দৌড়ে রয়েছে।অন্য দেশে প্রতিযোগিতা হলেও অবশ্য আয়োজক দেশ হিসাবে পাকিস্তান লভ্যাংশ পাবে।

সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কথা ভাবা হচ্ছে বলে খবর। আবার পত্রপত্রিকার প্রতিবেদনেও জোর জল্পনা, হাইব্রিড মডেল অনুসরণ করা হতে পারে। আর তা হলে, ভারতের সেমিফাইনাল সরে যেতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। ফাইনালে ভারত পৌঁছলে সেই ম্যাচও চলে যাবে অন্যত্র।

এর আগে এশিয়া কাপে হাইব্রিড মডেল অনুসরণ করা হয়েছিল। ভারত শ্রীলঙ্কার মাটিতে খেলেছিল এশিয়া কাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে সমাধানসূত্র এখনও বেরোয়নি। নিত্যনতুন খবর বেরোচ্ছে। ফলে বাড়ছে ধোঁয়াশা। যদিও পাকিস্তান কিন্তু এমন জল্পনার কথা উড়িয়ে দিচ্ছে।