আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে স্টিভ স্মিথকে ওপেনিংয়েই দেখতে চান শেন ওয়াটসন। ২২ নভেম্বর পারথে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজ। গত কয়েক বছরে টেস্টেও অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তার করেছে ভারত। অজিদের বিরুদ্ধে টানা চারটে টেস্ট সিরিজ জিতেছে। তারমধ্যে ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে দুটো টেস্ট জয় আছে। যার ফলে সম্প্রতি দুই দেশের মধ্যে রেকর্ড অনেকটাই ভাল ভারতের। সবদিক থেকেই এগিয়ে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মোট ১০ বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে ভারত, সেখানে মাত্র পাঁচবার জেতে অস্ট্রেলিয়া। ২০১৪-১৫ সালে শেষবার ভারতের বিরুদ্ধে এই সিরিজ জিতেছে অজিরা। ভারতের মাটিতে শেষ সিরিজ জয় ২০০৪-০৫ সালে। এবার চাকা ঘোরানোর পালা। আসন্ন সিরিজে স্টিভ স্মিথকে ওপেন করতে দেখতে চান শেন ওয়াটসন। 

সাধারণত চার নম্বরে ব্যাট করেন স্মিথ। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড। কিন্তু এবার নিজেই ওপেন করার সিদ্ধান্ত নেন স্মিথ। তারকা ব্যাটারকে ওপেনিংয়েই দেখতে চান প্রাক্তন অজি অলরাউন্ডার। ওয়াটসন বলেন, 'ওপেন করার সিদ্ধান্ত স্টিভ স্মিথ নিয়েছে। আমার মতে ওর সেটাই করা উচিত। চার নম্বরে ফিরে আসা ওর জন্য নিরাপদ হবে। তবে আমি ওকে ওপেনিংয়েই দেখতে চাইব। কারণ ওর সেই দক্ষতা আছে। আমার মনে হয় গত কয়েকটা টেস্টে ওপেন করতে নেমে ওর টেকনিকে কিছু সমস্যা হচ্ছিল, সেই জন্য তেমন কিছু করতে পারেনি। কয়েকবার এমনভাবে আউট হয়েছে, যা গোটা ক্রিকেটজীবনে হয়নি। ওকে কয়েকটা বিষয়ের সঙ্গে মানিয়ে নিতে হবে। কয়েকটা টেকনিক্যাল পরিবর্তন করলেই ওপেনিংয়ে সাফল্য পাবে। কারণ ও প্রচণ্ড দক্ষ ব্যাটার।' ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকে টেস্টে ওপেন করছেন স্মিথ। কিন্তু পারফরম্যান্স ওঠা-নামা করছে। চারটে টেস্ট ম্যাচে তাঁর রান ১৭১। গড় ২৮.৫০। সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯১। ভারতের বিরুদ্ধে বরাবরই ভাল খেলেন স্মিথ। পুরোনো ছন্দ ফিরিয়ে আনতে মরিয়া থাকবেন। ৬ থেকে ১০ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্ট দিন রাতের। ১৪-১৮ ডিসেম্বর ব্রিসবেনের গাব্বায় তৃতীয় টেস্ট। ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট। ৩-৭ জানুয়ারি সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্ট।