আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটে–বলে কামাল করেছেন হার্দিক পাণ্ডিয়া। বল হাতে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেছেন। অলরাউন্ডারের পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সর্বত্র। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রুদ্রপ্রতাপ সিং মনে করছেন, বাংলাদেশের বিরুদ্ধে হার্দিকের পারফরম্যান্সের মূল্যায়ন করলে হবে না।


তাঁর কথায়, ‘‌বাংলাদেশের বিরুদ্ধে পারফর্ম নিয়ে কোনও প্লেয়ারকে বিচার করা ঠিক নয়। বাংলাদেশ অত্যন্ত দুর্বল দল। ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি।’‌ এরপরই তিনি বলেছেন, ‘‌হার্দিক ভাল খেলেছে। এরকম পরিস্থিতিতে হার্দিক জ্বলে ওঠে। কিন্তু এরকম একটা দুর্বল দলের বিরুদ্ধে হার্দিকের পারফরম্যান্সকে বিচার করলে ভুল হবে। বড় দলের বিরুদ্ধে এরকম পারফরম্যান্স চাই।’‌


গোয়ালিয়রে চার ওভার বল করেছেন হার্দিক। ২৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। আরপি সিং বলেছেন, ‘‌হার্দিক চার ওভার পুরো বল করেছে দেখে ভাল লাগছে। একটা প্রশ্ন থেকেই যায় হার্দিক পুরো চার ওভার বল করবে কিনা। কিন্তু এটা দেখে ভাল লাগল ও পুরো চার ওভার করল। ব্যাটিংটা হার্দিক বরাবরই ভাল করে। শুধু বোলিং ও ফিটনেসে উন্নতি করতে হবে। তাই বাংলাদেশের সঙ্গে ফল দেখে আনন্দিত হয়ে লাভ নেই। ভবিষ্যতে আরও কঠিন পরীক্ষা আসছে।’‌