বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৯ অক্টোবর ২০২৪ ১১ : ১৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসায় গাফিলতির কারণে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই মহিলার মৃত্যুর পর তাঁর বাড়ির লোকজন হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখান এবং হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করেন। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম শিল্পা খাতুন (২২)। তাঁর বাড়ির রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা-দিঘিরপাড় এলাকায়।
মঙ্গলবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে শিল্পা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে সিজার করে তাঁর একটি কন্যাসন্তানের জন্ম হয়। অপারেশনের পর ওই মহিলার অবস্থার অবনতি হতে থাকলেও অভিযোগ তার ঠিকমতো চিকিৎসা হয়নি। বুধবার ভোর চারটে নাগাদ শিল্পার মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর পরিজনরা।
পিয়ারুল শেখ নামে মৃতার এক আত্মীয় বলেন, 'কন্যাসন্তানের জন্ম হওয়ার পর থেকেই শিল্পার অবস্থার অবনতি হতে থাকে। সেই সময় কোনও ডাক্তার তাঁকে দেখতে আসেননি। একজন নার্সিং স্টাফ বারবার তাঁর পেটে চাপ দিয়ে রক্ত বার করতে থাকে। এর ফলে সিজারের পর শিল্পার পেটে করা সেলাই দু'বার ছিঁড়ে যায়।'
মৃতার পরিবারের অভিযোগ -শিল্পার পেটের সেলাই ছিঁড়ে যাওয়ার পর নতুন করে তা করার জন্য হাসপাতাল থেকে সুতো পাওয়া যায়নি। হাসপাতালের বাইরের দোকান থেকে তাদেরকে সুতো কিনে দিতে হয় এবং তারপর তাঁর পেটে দু'বার নতুন করে সেলাই করা হয়।
পিয়ারুল অভিযোগ করেন, 'নার্সদের গাফিলতির কারণেই শিল্পার পেটের সেলাই ছিঁড়ে যায়। সেই সময় তাঁর অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতাল থেকে আমাদেরকে রক্তের ব্যবস্থা করতে বলা হয়। হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা কোনও রক্ত পাইনি। হাসপাতালে সামনের একটি দোকান থেকে আমাদেরকে টাকা দিয়ে দু'ইউনিট রক্ত কিনতে হয়। শিল্পার মৃত্যুর পর আমরা জানতে পারি সেই রক্ত ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ বিনা চিকিৎসায় আমাদের পরিবারের সদস্যার মৃত্যু হয়েছে। ডাক্তার এবং নার্সদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানাতে চলেছি।'
মৃতার পরিবারের আরও অভিযোগ-শিল্পার মৃত্যুর পর নিজেদের 'দোষ' আড়াল করার জন্য নার্সরা স্যালাইন চালু করে দেয়। এর পাশাপাশি শিল্পার সন্তানের মুখ দেখানোর জন্য তাদের কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছিল বলেও অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন -গোটা ঘটনার তদন্ত করা হবে।
#Murshidabad# West Bengal# Crime News
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...
কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...
কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...
শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...
কুচকুচে কালো প্রাণী, জ্বলজ্বল করছে চোখ দু’ খানি, কে সে? দেখা মিলতেই ব্যাপক আতঙ্ক কার্শিয়াংয়ে ...
রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...
জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...
সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...
ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক
'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...