বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | চিকিৎসায় 'গাফিলতিতে' প্রসূতির মৃত্যু, উত্তেজনা জঙ্গিপুরের হাসপাতালে

Pallabi Ghosh | ০৯ অক্টোবর ২০২৪ ১১ : ১৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসায় গাফিলতির কারণে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই মহিলার মৃত্যুর পর তাঁর বাড়ির লোকজন হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখান এবং হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করেন। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম শিল্পা খাতুন (২২)। তাঁর বাড়ির রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা-দিঘিরপাড় এলাকায়। 

 

মঙ্গলবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে শিল্পা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে সিজার করে তাঁর একটি কন্যাসন্তানের জন্ম হয়। অপারেশনের পর ওই মহিলার অবস্থার অবনতি হতে থাকলেও অভিযোগ তার ঠিকমতো চিকিৎসা হয়নি। বুধবার ভোর চারটে নাগাদ শিল্পার মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর পরিজনরা। 

 

পিয়ারুল শেখ নামে মৃতার এক আত্মীয় বলেন, 'কন্যাসন্তানের জন্ম হওয়ার পর থেকেই শিল্পার অবস্থার অবনতি হতে থাকে। সেই সময় কোনও ডাক্তার তাঁকে দেখতে আসেননি। একজন নার্সিং স্টাফ বারবার তাঁর পেটে চাপ দিয়ে রক্ত বার করতে থাকে। এর ফলে সিজারের পর শিল্পার পেটে করা সেলাই দু'বার ছিঁড়ে যায়।' 

 

মৃতার পরিবারের অভিযোগ -শিল্পার পেটের সেলাই ছিঁড়ে যাওয়ার পর নতুন করে তা করার জন্য হাসপাতাল থেকে সুতো পাওয়া যায়নি। হাসপাতালের বাইরের দোকান থেকে তাদেরকে সুতো কিনে দিতে হয় এবং তারপর তাঁর পেটে দু'বার নতুন করে সেলাই করা হয়। 

 

পিয়ারুল অভিযোগ করেন, 'নার্সদের গাফিলতির কারণেই শিল্পার পেটের সেলাই ছিঁড়ে যায়। সেই সময় তাঁর অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতাল থেকে আমাদেরকে রক্তের ব্যবস্থা করতে বলা হয়। হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা কোনও রক্ত পাইনি। হাসপাতালে সামনের একটি দোকান থেকে আমাদেরকে টাকা দিয়ে দু'ইউনিট রক্ত কিনতে হয়। শিল্পার মৃত্যুর পর আমরা জানতে পারি সেই রক্ত ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ বিনা চিকিৎসায় আমাদের পরিবারের সদস্যার মৃত্যু হয়েছে। ডাক্তার এবং নার্সদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানাতে চলেছি।' 

 

মৃতার পরিবারের আরও অভিযোগ-শিল্পার মৃত্যুর পর নিজেদের 'দোষ' আড়াল করার জন্য নার্সরা স্যালাইন চালু করে দেয়। এর পাশাপাশি শিল্পার সন্তানের মুখ দেখানোর জন্য তাদের কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছিল বলেও অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন -গোটা ঘটনার তদন্ত করা হবে।


#Murshidabad# West Bengal# Crime News



বিশেষ খবর

নানান খবর

মহা সপ্তমীর শুভেচ্ছা #DurgaPuja2024 #saptami #aajkaalonline #durgapuja

নানান খবর

ডুয়ার্সে শারদোৎসবের মাঝে 'ফুলপাতি' ও 'তিহারে'র প্রস্তুতি তুঙ্গে, এই উৎসবের রীতি জানেন? ...

পূর্ব পুরুষদের এই অদ্ভুত রীতির জন্য এই গ্রামে হয় না দুর্গোৎসব ...

নারী নিরাপত্তায় পিঙ্ক মোবাইল ভ্যান চালু পুরুলিয়ায়, টহল দেবে পুজো প্যান্ডেলেও! ...

ঘুরে বেড়াচ্ছে বুনো হাতি ও অন্যান্য হিংস্র প্রাণী, গা ছমছমে পরিবেশে চলছে দুর্গার আহ্বান ...

AD

সপ্তমীর দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শিশু চিকিৎসক, হারালেন স্ত্রী ও কন্যাকে ...

আগামী কয়েকঘণ্টায় প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়! বড় আপডেট হাওয়া অফিসের...

তোতাপাড়া চা বাগানের শ্রমিকদের ফের জাতীয় সড়ক অবরোধ, পুজোর মুখে ভোগান্তির শিকার সাধারণ মানুষ...

আচমকাই 'অসুর'রূপী ঝড়ের তাণ্ডব, ভেঙে পড়ল পুজো মণ্ডপ, দুর্গা প্রতিমা, লন্ডভন্ড নবগ্রাম ...

দেখা যাচ্ছে গর্ভস্থ সন্তানের হাত-পা, মাতৃ আরাধনার মাঝেই গর্ভবতী মায়ের হত্যা...

ষষ্ঠীর সকালে বাতিল ট্রেন, শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ ...

পুজো জুড়ে বৃষ্টি ভাসাবে কলকাতাকে, দক্ষিণবঙ্গে ঝড়-জল থামবে কবে?...

চিকিৎসার গাফিলতিতে মহিলার মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর পরিবারের ...

পঞ্চমীতেও রক্ষে নেই, ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, তাণ্ডব চলবে রাজ্যের এই জেলাগুলিতে...

হ্যালো স্যার, ডাক শুনে সাড়া দিতেই মাথায় হাত, লোন নিয়ে এ কী কেলেঙ্কারি...

দুর্গাপুজোর আগেই ছক ছিল এত চোরাই মোবাইল বিক্রির! বড় সাফল্য পুলিশের...

কয়লাখনিতে বিস্ফোরণ, মৃতদের পরিবার পিছু একজনের সরকারি চাকরি ...

জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে খুনের মামলায় একসঙ্গে সাত জনকে কী সাজা ঘোষণা কোর্টের ...

বীরভূমে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, সাত কর্মীর মৃত্যু ...



সোশ্যাল মিডিয়া



10 24