বুধবার ২০ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | চিকিৎসায় 'গাফিলতিতে' প্রসূতির মৃত্যু, উত্তেজনা জঙ্গিপুরের হাসপাতালে

Pallabi Ghosh | ০৯ অক্টোবর ২০২৪ ১১ : ১৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসায় গাফিলতির কারণে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই মহিলার মৃত্যুর পর তাঁর বাড়ির লোকজন হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখান এবং হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করেন। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম শিল্পা খাতুন (২২)। তাঁর বাড়ির রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা-দিঘিরপাড় এলাকায়। 

 

মঙ্গলবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে শিল্পা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে সিজার করে তাঁর একটি কন্যাসন্তানের জন্ম হয়। অপারেশনের পর ওই মহিলার অবস্থার অবনতি হতে থাকলেও অভিযোগ তার ঠিকমতো চিকিৎসা হয়নি। বুধবার ভোর চারটে নাগাদ শিল্পার মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর পরিজনরা। 

 

পিয়ারুল শেখ নামে মৃতার এক আত্মীয় বলেন, 'কন্যাসন্তানের জন্ম হওয়ার পর থেকেই শিল্পার অবস্থার অবনতি হতে থাকে। সেই সময় কোনও ডাক্তার তাঁকে দেখতে আসেননি। একজন নার্সিং স্টাফ বারবার তাঁর পেটে চাপ দিয়ে রক্ত বার করতে থাকে। এর ফলে সিজারের পর শিল্পার পেটে করা সেলাই দু'বার ছিঁড়ে যায়।' 

 

মৃতার পরিবারের অভিযোগ -শিল্পার পেটের সেলাই ছিঁড়ে যাওয়ার পর নতুন করে তা করার জন্য হাসপাতাল থেকে সুতো পাওয়া যায়নি। হাসপাতালের বাইরের দোকান থেকে তাদেরকে সুতো কিনে দিতে হয় এবং তারপর তাঁর পেটে দু'বার নতুন করে সেলাই করা হয়। 

 

পিয়ারুল অভিযোগ করেন, 'নার্সদের গাফিলতির কারণেই শিল্পার পেটের সেলাই ছিঁড়ে যায়। সেই সময় তাঁর অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতাল থেকে আমাদেরকে রক্তের ব্যবস্থা করতে বলা হয়। হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা কোনও রক্ত পাইনি। হাসপাতালে সামনের একটি দোকান থেকে আমাদেরকে টাকা দিয়ে দু'ইউনিট রক্ত কিনতে হয়। শিল্পার মৃত্যুর পর আমরা জানতে পারি সেই রক্ত ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ বিনা চিকিৎসায় আমাদের পরিবারের সদস্যার মৃত্যু হয়েছে। ডাক্তার এবং নার্সদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানাতে চলেছি।' 

 

মৃতার পরিবারের আরও অভিযোগ-শিল্পার মৃত্যুর পর নিজেদের 'দোষ' আড়াল করার জন্য নার্সরা স্যালাইন চালু করে দেয়। এর পাশাপাশি শিল্পার সন্তানের মুখ দেখানোর জন্য তাদের কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছিল বলেও অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন -গোটা ঘটনার তদন্ত করা হবে।


#Murshidabad# West Bengal# Crime News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...

ক্রেতা সেজে দরদাম, অভিনয় করেই হরিণ শিকারীদের ধরল বনদপ্তর ...

না দেখল রেল, না দেখলেন সহযাত্রীরা, স্টেশনেই দীর্ঘক্ষণ পড়ে থাকলেন অসুস্থ মহিলা ...

পরিবেশে কুপ্রভাব, মন্দারমনিতে ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন...

বলাগড় মেতে উঠল রাসমেলায়, ধুমধাম করে বিয়ে হল মহাদেব-দেবী বিন্ধ্যবাসিনীর...

পর পর উধাও বাইক, খোঁজ পেতে ভিন রাজ্যে অভিযান, কী তথ্য পেল পুলিশ? ...



সোশ্যাল মিডিয়া



10 24