শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | চিকিৎসায় 'গাফিলতিতে' প্রসূতির মৃত্যু, উত্তেজনা জঙ্গিপুরের হাসপাতালে

Pallabi Ghosh | ০৯ অক্টোবর ২০২৪ ১১ : ১৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসায় গাফিলতির কারণে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই মহিলার মৃত্যুর পর তাঁর বাড়ির লোকজন হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখান এবং হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করেন। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম শিল্পা খাতুন (২২)। তাঁর বাড়ির রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা-দিঘিরপাড় এলাকায়। 

 

মঙ্গলবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে শিল্পা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে সিজার করে তাঁর একটি কন্যাসন্তানের জন্ম হয়। অপারেশনের পর ওই মহিলার অবস্থার অবনতি হতে থাকলেও অভিযোগ তার ঠিকমতো চিকিৎসা হয়নি। বুধবার ভোর চারটে নাগাদ শিল্পার মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর পরিজনরা। 

 

পিয়ারুল শেখ নামে মৃতার এক আত্মীয় বলেন, 'কন্যাসন্তানের জন্ম হওয়ার পর থেকেই শিল্পার অবস্থার অবনতি হতে থাকে। সেই সময় কোনও ডাক্তার তাঁকে দেখতে আসেননি। একজন নার্সিং স্টাফ বারবার তাঁর পেটে চাপ দিয়ে রক্ত বার করতে থাকে। এর ফলে সিজারের পর শিল্পার পেটে করা সেলাই দু'বার ছিঁড়ে যায়।' 

 

মৃতার পরিবারের অভিযোগ -শিল্পার পেটের সেলাই ছিঁড়ে যাওয়ার পর নতুন করে তা করার জন্য হাসপাতাল থেকে সুতো পাওয়া যায়নি। হাসপাতালের বাইরের দোকান থেকে তাদেরকে সুতো কিনে দিতে হয় এবং তারপর তাঁর পেটে দু'বার নতুন করে সেলাই করা হয়। 

 

পিয়ারুল অভিযোগ করেন, 'নার্সদের গাফিলতির কারণেই শিল্পার পেটের সেলাই ছিঁড়ে যায়। সেই সময় তাঁর অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতাল থেকে আমাদেরকে রক্তের ব্যবস্থা করতে বলা হয়। হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা কোনও রক্ত পাইনি। হাসপাতালে সামনের একটি দোকান থেকে আমাদেরকে টাকা দিয়ে দু'ইউনিট রক্ত কিনতে হয়। শিল্পার মৃত্যুর পর আমরা জানতে পারি সেই রক্ত ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ বিনা চিকিৎসায় আমাদের পরিবারের সদস্যার মৃত্যু হয়েছে। ডাক্তার এবং নার্সদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানাতে চলেছি।' 

 

মৃতার পরিবারের আরও অভিযোগ-শিল্পার মৃত্যুর পর নিজেদের 'দোষ' আড়াল করার জন্য নার্সরা স্যালাইন চালু করে দেয়। এর পাশাপাশি শিল্পার সন্তানের মুখ দেখানোর জন্য তাদের কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছিল বলেও অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন -গোটা ঘটনার তদন্ত করা হবে।


#Murshidabad# West Bengal# Crime News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পর্যটনের মরসুমে পর্যটকশূন্য বক্সা, ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে বন্ধ হোটেল-হোমস্টে...

ওভারলোডিং নিয়ে পদক্ষেপ না নেওয়ায় অভিযোগ, বদলি থানার আইসি...

দুষ্প্রাপ্য জিনিস চুরির নেশা, তিন চোরের কাণ্ডে অবাক পুলিশ ...

আদিবাসীদের আর কী দাবি-দাওয়া রয়েছে? জানতে নাগরাকাটার চা-বাগানে সভা রাজ্যের চার মন্ত্রীর ...

ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে তুষারপাতের যুগলবন্দি, সিকিমে ঢল পর্যটকদের ...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...

মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24