বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

Bengali actress Sreeja Dutta talks about Dev and shares her shooting experience in Srijit Mukherji s Tekka movie shooting

বিনোদন | Exclusive: সৃজিতের বকা থেকে দেবের 'স্পাইডারম্যানগিরি'! সৃজার 'টেক্কা-কথা'

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ অক্টোবর ২০২৪ ১৭ : ১৫Rahul Majumder


২০২৩-এর পুজোতে দেবের বিপরীতে 'বাঘা যতীন' ছবির মাধ্যমে বড়পর্দায় পা রেখেছিলেন সৃজা দত্ত। এরপর একটা বছর তিনি উধাও। ২০২৪-এর পুজোতে বড়পর্দায় ফের হাজির তিনি। সৌজন্যে 'টেক্কা'। ছবির নায়ক? দেব। মঙ্গলবার ছবি মুক্তির ঠিক আগে সৃজার কাছে পৌঁছে গিয়েছিল আজকাল ডট ইন। 'টেক্কা' থেকে শুরু করে দেবকে ছুঁয়ে আলোচনার সাইকেলের চাকা ঘুরল নানা দিকে। সাক্ষী থাকলেন রাহুল মজুমদার।

 

প্রশ্ন: গত বছর পুজোতে দেবের ছবিতে তাঁর বিপরীতে নায়িকা হিসাবে বড়পর্দায় পা। তারপর এক বছর উধাও! কেন?

সৃজা: দেখুন, যেভাবে 'বাঘা যতীন'-এ অভিনয়ের সুযোগ পেয়েছিলাম, তা অবিশ্বাস্য। আর সেই ছবি মুক্তি পাওয়ার পর যেভাবে দর্শক, সমালোচকদের প্রশংসা পেয়েছিলাম তাতে অভিনেত্রী হিসাবে অনেক দায়িত্ব বেড়ে গিয়েছিল। তখনই ঠিক করে নিয়েছিলাম, পরের যে কাজটা করব এই উচ্চতার না হলে‌ করব না। ভাল গল্প, চিত্রনাট্যের অপেক্ষা করছিলাম। পাশাপাশি আমার কলেজের পড়াশোনাও ছিল। সব মিলিয়ে একটু সময় লেগে গেল (হাসি)।

 

প্রশ্ন: এ বছর পুজোতেও দেবের ছবিতে রয়েছেন অথচ তাঁর নায়িকা নন। অল্প হলেও নিশ্চয়ই মনখারাপ?

সৃজা: ইন্ডাস্ট্রিতে আমি মাত্র 'ওয়ান ইয়ার ওল্ড'। এরমধ্যেই সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করেছি, এটাই বিরাট ব্যাপার আমার কাছে। তার উপর সেই ছবিতে দেবদা, রুক্মিণীদি, স্বস্তিকাদি, পরাণ বন্দ্যোপাধ্যায়, টোটা রায়চৌধুরীদের মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছি... মনখারাপের কোনও প্রশ্নই নেই! 

 

প্রশ্ন: এই জবাবটা বিশ্বাস করতে বলছেন?

সৃজা: আরে! (জোর গলায় হাসি) সত্যি বলছি। বছর দেড়েক আগে আমার সুদূর কল্পনাতেও ছিল না এক বছরের মধ্যে এরকম স্কেলের দু'দুটো ছবিতে কাজ করতে পারব যে ছবির সঙ্গে জড়িয়ে থাকবেন দেব, সৃজিত মুখোপাধ্যায়ের মতো নামী শিল্পীরা। সুতরাং, আমার মনখারাপের জায়গাটা কোথায়?

 

প্রশ্ন: 'টেক্কা'তে অভিনয়ের প্রস্তাব কার থেকে প্রথম পেয়েছিলেন?

সৃজা: দেবদার থেকেই। 'বাঘা যতীন'-এর শুটিং শেষ হওয়ার পর একদিন আমাকে হালকা চালে 'টেক্কা' ছবির কথা বলে দেবদা। আমার চরিত্রটার ব্যাপারেও খানিক আভাস দেয়। শোনামাত্রই আনন্দে লাফিয়ে উঠেছিলাম। তার উপর শুনেছিলাম সেই ছবি পরিচালনা দায়িত্বে সৃজিতদা...জানিয়েছিলাম গল্প চিত্রনাট্য পরে শোনালেও চলবে। এই ছবি আমি করবই!

 

প্রশ্ন: সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে 'টেক্কা' নিয়ে কবে কথা হয়েছিল প্রথম?

সৃজা: গত বছর ডিসেম্বরের শেষে। সৃজিতদা আমাকে ব্রিফ করেছিল ছবিতে অভিনীত আমার চরিত্রটির ব্যাপারে। তারপর লুক টেস্ট হল। ব্যস! এ বছরের জানুয়ারিতেই শুট শুরু হয়ে গিয়েছিল 'টেক্কা'র। 

 

প্রশ্ন: 'টেক্কা'তে আপনি একজন সাংবাদিকের চরিত্রে। কী ধারণা হল এই পেশার সম্পর্কে?

সৃজা: আপনাদের নমস্কার! (হাসি) বাইরে থেকে একটা জৌলুস আছে এই পেশায় কিন্তু সাংঘাতিক প্রতিযোগিতা। আর এটা বুঝেছি, প্যাশন না থাকলে সাংবাদিকতা করা যায় না। জাস্ট যায় না। আর সাংবাদিকদের মধ্যে খানিকটা ফেলুদা লুকিয়ে থাকে। কারণ 'খবর' খোঁজার যে খিদে তাঁদের মধ্যে থাকে, যেকোনও ছোট্ট একটা ঘটনা থেকে আঁচ পেয়ে বড় খবর যেভাবে তাঁরা ক্র্যাক করেন... গোয়েন্দাসুলভ বুদ্ধি, তীক্ষ্ণ দৃষ্টি এবং পড়াশোনা ছাড়া সেসব হয় না। 'টেক্কা'তে আমার চরিত্রটির নাম 'বৃষ্টি'। সাংবাদিক হিসাবে আমাকে পর্দায় যাতে বিশ্বাসযোগ্য মনে হয় তাই রোজ নিয়ম করে বিভিন্ন সাংবাদিকদের নেওয়া সাক্ষাৎকার দেখেছি, তাঁদের বাচনভঙ্গি, শব্দের উচ্চারণ মন দিয়ে লক্ষ্য করেছি।

 

প্রশ্ন: শুটিং চলাকালীন সৃজিত মুখোপাধ্যায়ের বিখ্যাত বকা খাওয়ার অভিজ্ঞতা হয়েছে?

সৃজা: অল্প একটু (মুচকি হাসি)। তাও খেয়েছি নিজের দোষে। সৃজিতদাকে দেখে গম্ভীর মনে হলেও এমনিতে মিষ্টি। হয়তো উনি বুঝতে পেরেছিলেন ইন্ডাস্ট্রিতে আমি নতুন, অভিনয়টা শিখছি তাই অত বকেননি। নিজে অভিনয় করে বুঝিয়ে দিতেন যে ঠিক কীরকম পারফরম্যান্স উনি আমার থেকে চাইছেন। যদিও আমি শুনেছিলাম শুটিংয়ে একটু এদিক-ওদিক হলেই চিৎকার চেঁচামেচি করেন উনি। বকে দেন অভিনেতাদের। তবে আমি সেসব দেখিনি। এবং এটা সত্যি কথা।

 

প্রশ্ন: তাহলে আরও একটা সত্যি কথা বলা হোক। 'টেক্কা'র শুটিংয়ে সৃজিত মুখোপাধ্যায়ের বকা খেয়েছেন দেব?

সৃজা: (হাসি) আরে এ কি! না, না। দেবদার পারফরম্যান্স দেখে সৃজিতদা ভীষণ খুশি হয়েছিলেন। আমরা তো জাস্ট হাঁ হয়ে দেখতাম দেবদার অভিনয়।

 

প্রশ্ন: আচ্ছা, তাহলে যে অভিনেতা-অভিনেত্রীরা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার কাজ করবেন, তাঁদের কী টিপস দেবেন বকা খাওয়া থেকে বাঁচতে?

সৃজা: নিজের সংলাপটা একেবারে মুখস্থ করে রাখলেই চলবে। বাকিটা সৃজিতদা করিয়ে নেবেন (হাসি)।

 

প্রশ্ন: দেব এবার কতটা সাহায্য করলেন?

সৃজা: অনেকটাই। প্রত্যকটি শটের আগে মহড়া তো হতই। সৃজিতদা তা দেখত। অনেকসময়, দেবদার সঙ্গে কোনও দৃশ্য থাকলে তা সৃজিতদার দেখার আগে দেবদার সঙ্গেও আরও একপ্রস্থ মহড়া দিয়ে দিতাম। দেবদা টুকিটাকি পরামর্শ তো দিতই অভিনয়, বাচনভঙ্গি নিয়ে। সেটা ভীষণভাবে সাহায্য করত, মনের জোরটাও বাড়ত। 

 

প্রশ্ন: শেষ প্রশ্ন। 'টেক্কা'র শুটিংয়ে মনে রাখার মত কোনও অভিজ্ঞতা?

সৃজা: একবার সেটে খুব উঁচুতে একটা লম্বা মাচা বাঁধা হয়েছিল। প্রায় চার-পাঁচ তলা উঁচু হবে! তার উপর একটা প্ল্যাটফর্ম বানানো হয়েছিল। সেখানে ওঠার জন্য ছোট ছোট ধাপ ছিল। দেবদা থেকে শুরু করে সৃজিতদা, আমি আমাদের অনেককে উঠতে হয়েছিল। খুব টাফ ছিল! ভয়ে ভয়েই অত উঁচুতে উঠেছিলাম। আমরা সবাই সেদিন স্পাইডারম্যান হয়ে গিয়েছিলাম। তবে দেবদা তো দেবদা। দেখাল স্পাইডারম্যানগিরি! (হাসি) ওই দিনটা অনেকদিন মনে থাকবে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

২০ বছর পেরল ‘অ্যায়েতরাজ’, সিক্যুয়েলের ঘোষণা সুভাষ ঘাই-এর, ফের একসঙ্গে হাজির হচ্ছেন অক্ষয়-প্রিয়াঙ্কা-করিনা? ...

আসছে ‘বাজিগর ২’! নায়কের ভূমিকায় ফের শাহরুখ? বড় ঘোষণা প্রযোজক রতন জৈনর ...

শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধা থেকে পরমব্রত, ‘একেনবাবু’র সঙ্গী, ২০২৫-এ টাটকা তিনটি ছবি নিয়ে আসছেন ঋত্বিক ...

গুলশন কুমারের বায়োপিকে রাজি আমির! তবু স্রেফ এই একটি কারণেই পিছিয়ে যাচ্ছেন নির্মাতারা...

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, ৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও করছেন শুটিং, চালাচ্ছেন গাড়ি! ...

বাবার সঙ্গে ঝগড়াটা শেষ হয়ে গেল, ভাবটা থাকল', মনোজ মিত্রকে শেষযাত্রায় বিদায় কন্যার ...

এক পলকে ১০০ পর্ব পার দীপ্তেশ-নীলার, শুটিংয়ের ফাঁকে কেমনভাবে হল সেলিব্রেশন?...

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টের অভিযোগ, বড়সড় বিপাকে রামগোপাল বর্মা...

‘সৎপাত্র’-এর প্রশংসা এবার বিদ্যার মুখে! তাল মেলালেন রাজেশ শর্মাও ...

‘কপ ইউনিভার্স’-এর নয়া ছবির ঘোষণা রোহিত শেঠির, দায়িত্ব সামলাবেন ‘লেডি সিংহম’! ...

গুজরাট উড়ে যাওয়ার আগে আচমকা ক্যামরাবন্দি অক্ষয়-সুনীল-পরেশ, চুপিসাড়ে শুরু 'হেরা ফেরি ৩'-এর শুটিং?...

সানি দেওলের নায়িকা হতে চান শালিনী পাসি? মনের সুপ্ত বাসনা ফাঁস করলেন নিজের মুখেই ...

রণবীর নয়, ফের ‘শক্তিমান’ হিসাবে বড়পর্দায় ৬৬-র মুকেশ খান্না? নতুন ভিডিও দেখে হাঁ নেটপাড়া! ...

আসছে ‘মাসুম ২’, কে কে থাকছেন মাসুম-এর সিক্যুয়েলে? বড় ঘোষণা পরিচালক শেখর কাপুরের...

বিয়ের মরশুমে সানাই বাজল টলিপাড়ায়! প্রেমিকের সঙ্গে বাগদাদ পাকা করলেন কোন নায়িকা? ...



সোশ্যাল মিডিয়া



10 24