আজকাল ওয়েবডেস্ক: পুজোর আগে থেকেই সতর্কতা ছিলই। বৃষ্টি হবে পুজো জুড়ে। এই পূর্বাভাস যে মিলছে, দিনে দিনে বোঝা যাচ্ছে তা। পঞ্চমীতেও দিনভর খাস কলকাতার মেঘের মুখ ভার, মেঘলা আকাশ দক্ষিণের জেলায় জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, শুধু পঞ্চমী নয়, সপ্তাহ জুড়েই বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
ভারত মৌসম বিজ্ঞান বিভাগ জানাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কলকাতার একাধিক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে সতর্কতা বজ্র বিদ্যুতের। হাওড়ার কিছু জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষতির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দশমী পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-হাওড়া-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি, সঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত। যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত।
এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূল এলাকায়। এর প্রভাবেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। তবে একাদশীর পর থেকে বদল আসবে আবহাওয়ায়। পুজো শেষে বৃষ্টির দাপট থামবে বলেই মত আবহাওয়াবিদদের।
