নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর বক্স অফিস বরাবর বাংলা ইন্ডাস্ট্রির পাখির চোখ। শারদীয়ার মেজাজে সিনেমা দেখার ভিড়ও কম থাকে না। সেই রেশ এবারের বক্স অফিসেও দেখা যাচ্ছে। বাংলা ছবি 'বহুরূপী', 'টেক্কা'র পাশাপাশি মিঠুন চক্রবর্তী 'শাস্ত্রী'ও নেমেছে ময়দানে। পুজোয় এবার কার দখলে বক্স অফিস? সেই উত্তরের আশায় দিন গুনছেন প্রযোজকরা।
ইতিমধ্যেই 'উইন্ডোজ প্রোডাকশন'-এর তরফে এসেছে 'বহুরূপী'র আগাম টিকিট বুকিংয়ের হিসেব। গত ২৪ ঘন্টায় প্রায় ১০ হাজার টিকিট আগাম বুকিং হয়েছে অনলাইনে। প্রতিটি সিনেমা হল প্রায় ভর্তি 'বহুরূপী'তে। সেই তালিকায় রয়েছে আইনক্স সাউথ সিটি, প্রিয়া স্টার থিয়েটার, নবীনা, অশোকা, উড স্কোয়্যার মলের এসভিএফ সিনেমাজের মতো হলগুলি।
'বহুরূপী'র রঙে রাঙাতে আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের জুটি। সেই সঙ্গে পাল্লা দিয়ে থাকছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর জুটিও। গল্পে দুই জুটির রোম্যান্স দেখতে দারুণ উৎসুক দর্শকও। প্রসঙ্গত, এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি। ৮ অক্টোবর, 'উইন্ডোজ প্রোডাকশন'-এর ব্যানারে মুক্তি পাচ্ছে ছবিটি।
