আজকাল ওয়েবডেস্ক: তৃতীয়া থেকেই মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। কিন্তু আমজনতার ঠাকুর দেখার মাঝে এবার বাধ সেধেছে বৃষ্টি। আজ মহাপঞ্চমী। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এদিন দুপুর থেকে রাজ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে।
তার সঙ্গে জারি থাকবে বৃষ্টি। শনিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত। যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত।
এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূল এলাকায়। এর প্রভাবেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে।
মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা । চলতি সপ্তাহে কোনও জেলাতেই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
